এই গরমে এয়ার কন্ডিশনারও ফেল, রাতে সলিড ঘুম দিতে ঘরে আনুন এই ডিভাইস

কেউ বলবে এটা বর্ষাকাল? দেশের একাধিক প্রান্তে অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। অন্য দিকে কিছু জায়গায় বৃষ্টির দেখা নেই। যেমন এই কলকাতা। আকাশ মেঘ থাকলেও বর্ষার…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কেউ বলবে এটা বর্ষাকাল? দেশের একাধিক প্রান্তে অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। অন্য দিকে কিছু জায়গায় বৃষ্টির দেখা নেই। যেমন এই কলকাতা। আকাশ মেঘ থাকলেও বর্ষার চেনা বৃষ্টির দেখা এই। উল্টে থাকছে ভ্যাপসা গরম। সবার বাড়িয়ে এয়ার কন্ডিশনার থাকে না। আর যাদের রয়েছে তারাও যে দারুণ আরামে রয়েছেন এমনটা না। কারণ লাগাতার গরমে ভালো এয়ার কন্ডিশনারও ফেল করে যায়। এখন উপায়? উপায় রয়েছে। এই প্রতিবেদনে এমন একটি ডিভাইসের নাম বলবো সেটা আপনার ঘরে থাকলে রাতের ঘুম হবে সলিড।

Advertisements

অনেকেই হয়তো জানেন না যে অ্যামাজনে Techzere Electric Dehumidifier নামের একটি শক্তিশালী ডিহিউমিডিফায়ার ডিভাইস রয়েছে। যা ১০০০ মিলি জলের ট্যাঙ্কের সাথে দেওয়া হয় এবং এই যন্ত্রের ক্ষমতা ৪৪ ওয়াট পর্যন্ত। এটি আপনার ঘরে উপস্থিত আর্দ্রতা সম্পূর্ণরূপে দূর করতে পারে। এই ডিভাইসটি আর্দ্র এবং আর্দ্র আবহাওয়ায় একটি দুর্দান্ত বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে।

Advertisements

Techzere Electric Dehumidifier

যদি এয়ার কন্ডিশনার কিনতে না পারেন তবে আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি অ্যামাজন থেকে কেনা ভালো। এই ডিহিউমিডিফায়ারটি দেখতে অনেকটা ওয়াটার পিউরিফায়ারের মতো। তবে এটি আকারে ছোট এবং এতে একটি জলের ট্যাঙ্কও রয়েছে যাতে আর্দ্রতা সংগ্রহ করা হয় এবং পরে আপনি জমে থাকা এই জল ফেলেও দিতে পারেন।

কেনার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন। দেখলে বুঝতে পারবেন যারা এই যন্ত্র ব্যবহার করেছেন তারাই উপকৃত হয়েছে। এটি নিজের কাজ ভালোভাবে করতে জানে। অনেক ক্ষেত্রে এয়ার কন্ডিশনারের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা এই মেশিনের থাকে। কারণ এয়ার কন্ডিশনারটি আপনার ঘরে উপস্থিত আর্দ্রতাও পুরোপুরি টানছে।

এবার আসা যাক এর দামের কথায়। এটি অ্যামাজনে উপস্থিত সবচেয়ে সস্তা ডিহিউমিডিফায়ার ডিভাইস। বাজারে ঘুরলে হয়তো এরকম কিছু পেলেও পেতে পারেন, যার দাম পড়তে পারে প্রায় ৫০ হাজার টাকা। অ্যামজন থেকে কিনলে অনের কমের মধ্যে ঘরে আনতে পারবেন।

Advertisements