নামীদামী ব্র্যান্ডের ভিড়ে লুকোনো হীরে, এই ফোন কিনলে মধ্যবিত্তের পয়সা উসুল

ভারতীয় বাজারে রয়েছে একেধিক নামকরা ফোনের ব্র্যান্ড। ফোন কোম্পানির ভিড়ে অনেক সময় হারিয়ে যায় আপাতভাবে কম জনপ্রিয় ফোন। এর মধ্যেও মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় বাজারে রয়েছে একেধিক নামকরা ফোনের ব্র্যান্ড। ফোন কোম্পানির ভিড়ে অনেক সময় হারিয়ে যায় আপাতভাবে কম জনপ্রিয় ফোন। এর মধ্যেও মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে টেকনো। টেকনো তাদের নতুন স্মার্টফোনের সিরিজ অনেক আগেই বাজারে লঞ্চ করেছে। কিছুটা আন্ডার রেটেড Tecno Camon 19 সম্পর্কে জেনে নেওয়া যাক দু-চার কথা।

Advertisements

টেকনো ক্যামন ১৯ সিরিজের দুটি ফোন রয়েছে, একটি ক্যামন ১৯, অপরটি ক্যামন ১৯ নিও l। উভয় হ্যান্ডসেটই রয়েছে ভালো মানের ক্যামেরা এবং প্রচুর ফিচার। স্টোরেজ স্পেসও বেশ ভালো। চাইলে বাড়িয়ে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো।

Advertisements

Tecno Camon 19 স্মার্টফোনে কাজ করে জি ৮৫ প্রসেসর। ১১ গিগাবাইট পর্যন্ত র্যাম সম্প্রসারণ করা যায়। ফোনটির এই বেসিক ভার্সনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। Tecno Camon 19 শুধুমাত্র একটি কনফিগারেশনে বাজারে পাওয়া যায়। ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ব্ল্যাক, সবুজ এবং সাদা রঙের অপশনে হ্যান্ডসেটটি কিনতে বাজারে উপলব্ধ।

Tecno Camon 19 এ রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এ ভার্সন। ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ এলটিপিএস ডিসপ্লে স্ক্রিন ফোনটির অন্যতম আকর্ষণের জায়গা। ৫০০ নিট গাড়ির ব্রাইটনেস উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এই স্মার্টফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এই হ্যান্ডসেটে।

Advertisements