2008 সালে রতন টাটার হাত ধরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Tata Nano গাড়িটির। তবে গাড়িটির ডিজাইন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে না পারার কারণে বাধ্য হয়ে 2018 সালে এর উৎপাদন বন্ধ করে টাটা। ফলে মধ্যবিত্তকে নিয়ে দেখা স্বপ্ন অকালেই ভেঙে যায় রতন টাটার। তবে সেবার ডিজেল চালিত Tata Nano সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও এবার সেই Tata Nano-র ইলেকট্রিক সংস্করণ চাঞ্চল্য সৃষ্টি করেছে ভারতে। তবে কবে গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে এবং তার মূল্য কত হবে, সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।
সম্প্রতি একটি ভিডিওতে টাটা কোম্পানির মালিক রতন টাটাকে একটি Tata Nano ইলেকট্রিক গাড়ি ড্রাইভ করতে দেখা গেছে। আর এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হবে গাড়িটি। ইতিমধ্যে এই ইলেকট্রিক গাড়ির একাধিক ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, টাটা ন্যানোর ইলেকট্রিক সংস্করণে কেমন ফির্চাস পেতে চলেছেন গ্রাহকরা-
ইলেকট্রিক গাড়ির কথা প্রকাশে এলেই সবার প্রথমে গাড়িটির ব্যাটারি সম্পর্কে জানতে চান গ্রাহকরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে 72 ভোল্টের লিথিয়াম আয়নের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি গাড়িটিকে এক চার্জে 200 রেঞ্জ দিতে সাহায্য করবে। Tata Nano-এর মতো এই গাড়িটিও 4 সিটার হতে চলেছে বলে ধারণা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। 800 কেজির এই গাড়িটি ভারতীয় বাজারে সবচেয়ে কম মূল্যের ইলেকট্রিক গাড়ি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, ভারতের বাজারে দুর্দান্ত এই গাড়িটির প্রারম্ভিক মূল্য 5 লাখ থেকে শুরু হয়ে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে।