সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল প্রতিনিয়তই কতইনা ভিডিও ভাইরাল হচ্ছে। আর প্রতিমুহূর্তে এই সমস্ত ভিডিও মিডিয়াপাড়ায় আপলোড করছেন কোটি কোটি নেটিজেনরা। তবে, ভাইরাল হওয়া এইসব ভিডিওর বেশিরভাগ অংশ নেট পাড়ায় আপলোড করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ভারতীয় তরুন-তরুণীরা। তবে মিডিয়াপাড়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলির মধ্যে আজকাল বেশি ভাইরাল হচ্ছে জোগাড়ের মাধ্যমে তৈরি যন্ত্রাংশগুলো। যেগুলো অব্যবহারিত দ্রব্য দিয়ে তৈরি করছেন তরুণদের একাংশ।
কেউবা জোগাড়ের মাধ্যমে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করে আবার কেউবা ট্রাক্টর তৈরি করে রীতিমতো ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে আজ আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, সেটি অত্যন্ত আশ্চর্যজনক। আসলে জোগাড়ের মাধ্যমে নৌকার প্রভূত উন্নতি ঘটিয়েছেন এক যুবক। হাল কিংবা দাঁড়ের সাহায্যে নয়, সম্পূর্ণ নতুন কৌশলে নৌকা চালিয়ে অবাক করে দিয়েছেন ওই যুবক। ভাইরাল ক্লিপটি ম্যাসিমো (@Rainmaker1973) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা আছে ‘ইন্টারেস্টিং প্রপালশন সিস্টেম ফর ক্যানো।’
Canoe with an interesting propulsion system
[📹 Ben Kilner]pic.twitter.com/OfvSehXkes
— Massimo (@Rainmaker1973) August 23, 2023
ভিডিওটি আপনি ভাল করে দেখলে বুঝতে পারবেন, ওই নৌকাতে হাল কিংবা দাঁড়ের স্থানে ব্যবহার করা হয়েছে প্যাডেল। যা সাইকেলের মত পা দিয়ে চালাতে হচ্ছে। অর্থাৎ নৌকা চালানোর জন্য আর প্রয়োজন নেই শারীরিক পরিশ্রমের। দুই হাতের বদলে পায়ের সাহায্যে খুব সহজেই নৌকাটি চালানো সম্ভব হচ্ছে প্যাডেলের সাহায্যে। যুবকের এমন কীর্তির ভিডিও সামনে আসার পর থেকে তা রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ২৩ তারিখ টুইট মাধ্যমে পোস্ট করার পর ভিডিওটি ইতিমধ্যে তিন মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন। যার মধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিওটি।







