সস্তার এই ইলেকট্রিক স্কুটার এক চার্জেই চলবে 160KM! কিনতে লাইন দিচ্ছেন গ্রাহকরা

ভারতে এই মুহূর্তে পেট্রোল গাড়ির চেয়ে গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ইলেকট্রিক চালিত গাড়ি। এর মূল কারণ হলো জ্বালানি তেলের উর্ধ্বমূল্য। বিগত কয়েক বছরে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতে এই মুহূর্তে পেট্রোল গাড়ির চেয়ে গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ইলেকট্রিক চালিত গাড়ি। এর মূল কারণ হলো জ্বালানি তেলের উর্ধ্বমূল্য। বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে যেভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে, তার ফলে পেট্রোল ইঞ্জিনের গাড়ি কিনতে হিমশিম খাচ্ছেন গ্রাহকরা। বিশেষ এই সুযোগটি কাজে লাগিয়ে বিগত বেশ কয়েক বছরে ভারতের একাধিক নতুন কোম্পানি গ্রাহকদের হাতে তুলে দিয়েছে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার অথবা বাইক।

Advertisements

যদি এই মুহূর্তে আপনি একটি লং-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, আজ আমরা আপনাদের এমন একটি ইলেকট্রিক স্কুটারের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি সবচেয়ে কম দামে সর্বাপেক্ষা মাইলেজ দিতে সক্ষম।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের বাজারে যে ইলেকট্রিক স্কুটার গুলি রয়েছে, তারমধ্যে সর্বাধিক মাইলেজ দিতে সক্ষম স্কুটারের তালিকার শীর্ষস্থানে রয়েছে Maruthisan MS 3.0 ইলেকট্রিক স্কুটারের নাম। জানলে অবাক হবেন, দুর্দান্ত এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে 160 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম।

উল্লেখ্য, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে একটি 250 BLDC-র শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। তাছাড়া এতে 60 ওয়াট 40 অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেট ফেসিলিটির মত দুর্দান্ত সুবিধা রয়েছে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে অনরোড এই ইলেক্ট্রিক স্কুটারের বিক্রয় মূল্য 1,58000 টাকা ধার্য করা হয়েছে।

Advertisements