অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে Samsung-এর এই ধাসু ফোন! কিনুন আজকেই, নইলে মিস করবেন বড় সুযোগ

2001 সালে মোবাইল ফোনে প্রথমবারের জন্য যুক্ত হয়েছিল ক্যামেরা। এরপর শুধু সময়ের অপেক্ষা, বিগত 22 বছরে বিশেষভাবে উত্থান ঘটেছে স্মার্টফোনের পাশাপাশি ক্যামেরা সেন্সরের। 5G ফোনের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

2001 সালে মোবাইল ফোনে প্রথমবারের জন্য যুক্ত হয়েছিল ক্যামেরা। এরপর শুধু সময়ের অপেক্ষা, বিগত 22 বছরে বিশেষভাবে উত্থান ঘটেছে স্মার্টফোনের পাশাপাশি ক্যামেরা সেন্সরের। 5G ফোনের যুগে ভারত তথা বিশ্বে বাজারে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে Samsung-এর বেশ কয়েকটি স্মার্ট ফোন। দুর্দান্ত ক্যামেরা এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্মার্ট ফোনগুলি। আজ আমরা আপনাদের Samsung-এর বেশ কয়েকটি স্মার্ট ফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে, যেটি চাইলে অর্ধেকেরও কম দামে ক্রয় করতে পারবেন আপনি।

Advertisements

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষভাবে স্মার্টফোন বিক্রির উপর ছাড় দিয়েছে জনপ্রিয় এই সংস্থাটি। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই অফার চলবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, কোন ফোনের উপর কত শতাংশ ছাড় দিচ্ছে Samsung?

Advertisements

Galaxy S23 Ultra: বর্তমানে বিশ্ববাজারে অতি জনপ্রিয় এই স্মার্ট ফোনটির বাজার মূল্য বর্তমানে 1,12,999 টাকা। তবে দুর্দান্ত এই স্মার্টফোনের ওপর বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। যদি এখন আপনি দুর্দান্ত এই স্মার্টফোনটি ক্রয় করেন, সে ক্ষেত্রে সরাসরি 8,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এছাড়া, 65,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন আপনি।

Galaxy S22: বর্তমানে Samsung-এর এই বিশেষ স্মার্টফোনটির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এই ফোনটি ক্রয় করলে সরাসরি 5,000 হাজার টাকার ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস পাবেন।

Galaxy Z Fold5: বর্তমানে বিশ্ববাজারে অত্যন্ত জনপ্রিয় Samsung-এর এই ধাসু স্মার্টফোনের ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে সংস্থাটি। দুর্দান্ত এই স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য 1,77,999 টাকা হলেও এর বিক্রয় মূল্যের উপর সরাসরি 12% ছাড় দিচ্ছে সংস্থাটি। ফলে মাত্র 1,54,999 টাকায় ক্রয় করতে পারবেন দুর্দান্ত এই স্মার্টফোনটি।

Advertisements