ফোন নিরাপদে রাখতে আগে এই বদ অভ্যাসগুলো ছাড়ুন, নইলে আপনারই বিপদ

ফোন যেমন দরকারি জিনিস, তেমনই অনেকের কাছে শখের বা সৌখিন সামগ্রী। সে যাইহোক না কেন, যে কোম্পানি বা যে দামের ফোনই হোক না কেন, যত্ন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ফোন যেমন দরকারি জিনিস, তেমনই অনেকের কাছে শখের বা সৌখিন সামগ্রী। সে যাইহোক না কেন, যে কোম্পানি বা যে দামের ফোনই হোক না কেন, যত্ন নেওয়া জরুরি। ফোনে যেমন স্ক্রিন গার্ড বা কভার ব্যবহার করেন, তেমনই দরকার ভালো চার্জারের। ফোন চার্জ করার অনেক নিয়ম রয়েছে। না মানলে ক্ষতি হতে পারে ফোনের। এমনকি ফোন ফেটে যাওয়ার ঘটনাও নতুন নয়। ফোন ভালো রাখতে কী করবেন?

Advertisements

চার্জিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা ভালো। যেমন, অনেকেই যে কোনো চার্জার দিয়ে ফোন চার্জ দিয়ে থাকেন। এটা করবেন না। যে ফোনের যে চার্জার সেটাই ব্যবহার করুন। কোম্পানির পক্ষ থেকে যে চার্জার দেওয়া হয় সেটাই নিরাপদ। যদি কোনো কারণে চার্জার খারাপ হয়ে যায়, তাহলে কম দামের কোনো চার্জার বাজার থেকে কিনবেন না। ফোনের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা তাতে রয়েছে। টাকা একটু বেশি লাগলেও চেনা ব্র্যান্ডের চার্জার কিনে নিন।

Advertisements

পিন বা কানেক্টর ভেঙে গিয়েছে বা গন্ডগোল করছে এমন চার্জার দিয়েও ফোন চার্জ করা কোনো কাজের কথা নয়। এই ধরণের চার্জার থেকে বিদ্যুৎ লিক হতে পারে। এমন হলে আগুন লাগার সম্ভাবনা থেকে যায়। সর্বপরি হতে পারে বিস্ফোরণ। স্মার্টফোনে লিথিয়াম ব্যাটারি থাকে। ফলে ফোন টানা চার্জে বসিয়া রাখা ঠিক না। মাত্রাতিরিক্ত চার্জিং ব্যাটারির স্বাস্থ্যে প্রভাব ফেলে।

তাছাড়া বেশিক্ষণ চার্জে বসিয়ে রাখা মানেই কিন্তু বেশি চার্জ নয়। ব্যাটারির ক্ষমতায় অনুযায়ী বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারি। তাই সারা রাত ফোন চার্জিং করার অভ্যাস থাকলে এখনই সেই অভ্যাস বদলান। আর হ্যাঁ, ফোন চার্জ দেওয়ার সময় কোনো কিছু দিয়ে চাপা দেবেন না। কারণ চার্জের সময় ফোন এমনিতেও একটু গরম হয়ে যায়। কিছু চাপা দেওয়া থাকলে আরও গরম হয়ে যাতে পারে ফোন। আপনার অজান্তেই ঘটতে পারে দুর্ঘটনা।

ফোনের চার্জ ২০ শতাংশ না হওয়া পর্যন্ত চার্জে না বসানই ভালো। ঘন ঘন চার্জ দিলে ফোনের এবং ব্যাটারির স্বাস্থ্য দুটোর ওপরেই প্রভাব পড়তে পারে।

Advertisements