যত দিন যাবে ততই কমবে পেট্রোল ডিজেল চালিত গাড়ির ব্যবহার। মানুষ আগের থেকে অনেক বেশি সমাজ সচেতন হচ্ছে। আগামী দিনে আরও সচেতন হবেন সেটাই আশা করা যায়। ইতিমধ্যে বেশ কিছু বিদ্যুৎ চালিত গাড়ি রয়েছে বাজারে। দাম কিছুক্ষেত্রে সামান্য বেশি পড়ে বলে অনেকেই এড়িয়ে যান ইলেকট্রিক সেগমেন্টের গাড়ি। সেই সমস্যার সমাধান হতে পারে খুব সহজে। কম দাম সেই সঙ্গে দুরন্ত মাইলেজ, এমনই একটি স্কুটার রয়েছে ভারতীয়দের হাতের নাগালে।
দাম কম রাখার ব্যাপারে জোর দিয়েছে Tunwal কোম্পানি। তাদের স্কুটার Tunwal Sport 63 Mini হতে পারে মধ্যবিত্তের মুশকিল আসান। স্কুটারটি কিনতে খরচ করতে হবে মাত্র ৪৯ হাজার ৯৯০ টাকা। কী করে দাম এতো কম রাখছে কোম্পানি? এই প্রশ্ন গ্রাহকদের মনে আসতেই পারে। আসলে তবে কোম্পানির পক্ষ থেকে ভালো পরিষেবার ব্যাপারেই আশ্বাস দেওয়া হয়েছে। কম দামের সঙ্গে উপরন্তু রয়েছে দারুণ মাইলেজ। একবার ফুল চার্জ দিলে স্কুটার চলবে টানা ৭০ কিলোমিটার। আসলে গাড়িটি লো এন্ড মডেলের। তাই এতো কম দামের মধ্যে এই মাইলেজ দিতে পারছে কোম্পানি।
দুর্দান্ত ফিচারের সমারোহ না থাকলেও দরকারী সব কিছুই রয়েছে স্কুটারে। মেইন ইউএসপি অবশ্যই কম দাম এবং ভালো মাইলেজ। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে ৫ ঘণ্টার মতো। ‘ডিজিটাল স্পিডোমিটার’, ‘ডিজিটাল ট্রিপমিটার’, ‘পুশ বাটন স্টার্ট’, ‘ইবিএস’, এলইডি হেডলাইট এবং এলইডি টেললাইট এর মতো ফিচারস রয়েছে এই স্কুটারে। গাড়ির টপ স্পিড অনেকটাই কম অবশ্য। ইঞ্জিন খুব শক্তিশালী না হওয়ার সর্বোচ্চ গতিবেশ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৪৮ ভোল্ট ২৬ এম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাক দেওয়া থাকবে গাড়িতে।
এছাড়া সেফটি ফিচারের মধ্যে থাকবে ‘ড্রাম ব্রেক’, আধুনিক ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সঙ্গে টিউবলেস টায়ার। গাড়ির গতি কম হওয়ার জন্য ক্রেতা কিছু বাড়তি সুবিধা পাবেন। নিয়ম অনুযায়ী গাড়ির গতি খুব কম হওয়ায় লাগবে না কোনো লাইসেন্স এবং রেজিস্ট্রেশন।