TVS iqube Scooter: সবচেয়ে সস্তার স্কুটার লঞ্চ করল TVS, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রয়োজন ব্যতীত গাড়ি চালানো এক প্রকার বন্ধ রেখেছে সাধারণ মানুষ। দিনের পর দিন জ্বালানী তেলের উর্ধ্বমূল্য…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রয়োজন ব্যতীত গাড়ি চালানো এক প্রকার বন্ধ রেখেছে সাধারণ মানুষ। দিনের পর দিন জ্বালানী তেলের উর্ধ্বমূল্য দেখে বর্তমানে গ্রাহকরা ইলেকট্রিক স্কুটার অথবা বাইক কেনার দিকে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। কারণ তুলনামূলক কম মূল্যে অধিক দূরত্ব অতিক্রম করতে ইলেকট্রিক গাড়ির বিকল্প উপলব্ধ নেই ভারতীয় বাজারে। ভারত তথা বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে।

Advertisements

ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এবার এই প্রযুক্তিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে গাড়ি নির্মাণ কোম্পানি TVS। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এবং অন্যান্য অটোমোবাইল কোম্পানির সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে কয়েক মাসের মধ্যে একাধিক মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে কোম্পানিটি। যে স্কুটার গুলি এখন ভারতীয় বাজারে অন্যান্য কোম্পানির সাথে বিশেষভাবে টক্কর দিচ্ছে।

Advertisements

সম্প্রতি গাড়ি নির্মাণ কোম্পানি TVS ভারতীয় বাজারে TVS iqube নামের একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যেটি তার দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। যদি TVS iqube স্কুটারের বৈশিষ্ট্যের কথা বলি, তবে এটাই ভারতের একমাত্র ইলেকট্রিক স্কুটার যেটি স্পোর্টস লুকের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে 4.56 kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, শক্তিশালী এই ব্যাটারী প্যাক একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়া এঈ স্কুটারটি একটি 17.78 সেমি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার লক্ষ্য করা যাবে। যার মাধ্যমে আপনি স্কুটারের চার্জ, মাইলেজ, সময় এবং স্পিডের মত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হবেন। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, তবে এই গাড়িটি সমস্ত ট্যাক্স সহ মাত্র 99,130 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements