বাজারে ঝটকা ! প্রকাশ্যে TVS iQube – এর নতুন দাম

যারা টিভিএসের নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য এই মুহূর্তে খুব একটা ভালো খবর নেই। জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার টিভিএস আইকিউবের দাম বাড়িয়েছে ভারতীয়…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

যারা টিভিএসের নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য এই মুহূর্তে খুব একটা ভালো খবর নেই। জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার টিভিএস আইকিউবের দাম বাড়িয়েছে ভারতীয় দুই চাকার গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভারত সরকার ফেম ২ ভর্তুকি পরিবর্তন করেছে। সরকার বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য এই ভর্তুকি প্রদান করে থাকে। এখন ভর্তুকি কমে যাওয়ায় ইলেকট্রিক স্কুটারের দাম বাড়িয়েছে সংস্থাটি। প্রাপ্ত খবর অনুযায়ী, নয়াদিল্লির জন্য দাম বাড়িয়েছে জনপ্রিয় এই কোম্পানি।

Advertisements

এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, দাম কতটা বাড়ল এবং নতুন দাম তাহলে কতো হল? নতুন দিল্লিতে টিভিএস আইকিউবের দাম ১৭ হাজার থেকে ২২,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলেকট্রিক স্কুটারের ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বাড়ানো হয়েছে। টিভিএস ইলেকট্রিক স্কুটারের বর্ধিত দাম ১ জুন থেকে প্রযোজ্য বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র দিল্লির জন্য।

Advertisements

যারা ২০২৩ সালের ২০ মে পর্যন্ত বুকিং করেছেন, তাদের আইকিউবির জন্য ১ লক্ষ ১৬ হাজার ১৮৪ টাকা দিতে হবে। একই সময়ে আইকিউবি এস-এর জন্য খরচ করতে হবে ১ লক্ষ ২৮ হাজার ৮৪৯ টাকা। ২১ মে থেকে বুকিং করা ব্যক্তিদের আইকিউবের জন্য ১ লক্ষ ২৩ হাজার ১৮৪ টাকা এবং আইকিউব এস-এর জন্য ১ লক্ষ ৩৮ হাজার ২৮৯ টাকা দিতে হবে। এগুলি সবই দিল্লির অন রোড দাম।

টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইলেকট্রিক ভেহিকেলস) মনু সাক্সেনা বলেন, “টিভিএস দেশের ইভি সেক্টরে রূপান্তর ঘটাচ্ছে। গত আর্থিক বর্ষে টিভিএস আইকিউবি ১,০০,০০০ ইউনিট বিক্রির পরিসংখ্যান ছুঁয়েছে।“ সাক্সেনার মতে, এই পরিসংখ্যান দেখায় যে লোকেরা টিভিএসের বৈদ্যুতিক স্কুটার নিয়ে খুব খুশি। ২০২৩ সালের মে মাসে টিভিএস ২০,০০০ ইউনিট বিক্রির মাইলফলক অর্জন করেছে। এই দু’টি বৈদ্যুতিক স্কুটারের সর্বোচ্চ গতি ৭৮ ঘন্টায় কিলোমিটার। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আইকিউবি ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৩০ মিনিট।

Advertisements