সম্প্রতি প্রিমিয়াম গাড়ি নির্মাণে ব্যাপক সাফল্য অর্জনের পর আরও একটি দুর্দান্ত স্পোর্টস বাইক ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি TVS। বাইক নির্মাণ কোম্পানি TVS বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি ম্যানুফ্যাকচারার। বিগত কয়েক মাসে নিজেদের পরিকল্পনার চেয়ে অধিক মাত্রায় গাড়ি বিক্রি করে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছে TVS। ভারতের বাজারে গাড়ি নির্মাণে বিরাট সাফল্য অর্জনের পর সম্প্রতি আরও একটি প্রিমিয়াম মডেলের দুর্দান্ত বাইক লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে এই ভারতীয় গাড়ি নির্মাণ কোম্পানি।
আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে TVS-এর ঝুলিতে Apache ও Ronin –এর মতো দুটি প্রিমিয়াম ব্রান্ডের গাড়ি নির্মাণ করার গৌরব রয়েছে এই কোম্পানিটির অধীনে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের প্রিমিয়াম টু-হুইলার ব্যবসার প্রধান বিমল সুম্বলি বলেন, “২০২৩-২৪ এ সর্বাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্সের সাথে নতুন প্রজন্মের মডেল আনবো আমরা।” TVS-এর কর্মকর্তার কথায় এটা নিশ্চিত যে, চলতি বছরের শেষে আরও একটি দুর্দান্ত মডেলের গাড়ি উপহার পেতে চলেছেন ভারতের বাইকপ্রেমীরা।
উল্লেখ্য, বর্তমানে ভারতসহ বিশ্বের প্রায় 60টি দেশে Apache ও Ronin ব্র্যান্ডের গাড়ি বিক্রি করছে TVS। সূত্রের খবর সত্যি হলে, সংস্থাটি বর্তমানে দু’টি নতুন বাইকের উপর কাজ করছে। যা TVS Apache RR 310-এর উপর বেস করে আসবে বলে জানা যাচ্ছে। এছাড়া অদূর ভবিষ্যতে Royal Enfield বাইকের সাথে টক্কর দিতে ৬০০-৭৫০ সিসি গাড়ি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করছে TVS।