ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। এরকমই হাল বর্তমানের বহু মধ্যবিত্তের। ইচ্ছা রয়েছে কেনার কিন্তু পকেটের সেই জোর নেই। অনেকেই বাধ্য হয়ে ইনস্টলমেন্টে কিছু কেনার পথ বেছে নেন। মাসে মাসে ইনস্টলমেন্ট দেওয়া যে কি বিষম ব্যাপার, যারা দিয়েছেন তারাই বুঝেছেন। এই সমস্যা হয়তো আর হবে না। অন্তত ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে। কারণ দাম এক ধাক্কায় অনেকটাই কম।
সম্প্রতি ইলেকট্রিক স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান উজাস তাদের নতুন উজাস ইগো লা স্কুটার লঞ্চ করেছে। এর দাম খুবই কম এবং আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি মাইলেজও সাধারণ মানুষের মনের মতো হতে চলেছে। শো রুমে যাওয়ার আগে জেনে নিন স্কুটারটি ফিচার এবং দাম।
এই স্কুটারে রয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি টেইল লাইট, ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, রিমোট স্টার্ট, অ্যান্টি-থেফট অ্যালার্ম, পুশ বাটন স্টার্ট, ফাইন্ড মাইন স্কুটারের মতো দুর্দান্ত ফিচার। সেফটি ফিচারের মধ্যে এর সামনে ও পেছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এই উজাস ইগো লা স্কুটারে দেওয়া রয়েছে ২৫০ ওয়াট পাওয়ার হাব মোটর সহ ৬০ ভোল্টেজ, ২৬ এএইচ ক্ষমতাসম্পন্ন একটি এসিড ব্যাটারি প্যাক। এই ব্যাটারি একবার ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা। ব্যাটারি পুরোপুরি চার্জ থাকলে এই বাহন ৭৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।
উঁচু নীচু রাস্তায় রাইডার এবং প্যাসেঞ্জারের কথা মাথায় উজাস ইগো লা এর পিছনে টেলিস্কোপিক সাসপেনশন এবং হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে। সেই সঙ্গে নজরকাড়া ডিজাইনের অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার ইনস্টল করা থাকছে।উজাস ইগো লার দাম শুরু হচ্ছে মাত্র ৩৯ হাজার ৮৮০ টাকা থেকে।