আর আটকাতে পারলেন না পাশের বাড়ির বৌদি, ট্রেলার দেখেই রাতের ঘুম উধাও

যারা জানেন তাদের Ullu সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই। তবে Ullu Originals এর নাম শোনেননি এমন নেটিজেন হয়তো খুব বেশি নেই। জনপ্রিয় এই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

যারা জানেন তাদের Ullu সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই। তবে Ullu Originals এর নাম শোনেননি এমন নেটিজেন হয়তো খুব বেশি নেই। জনপ্রিয় এই OTT প্ল্যাটফর্ম তাদের দর্শকদের কখনও হতাশ করে না। একের পর নতুন ওয়েব সিরিজ রিলিজ করে মনোরঞ্জন করে ভক্তদের। বলা বাহুল্য এই সব ওয়েব সিরিজ সবার সঙ্গে দেখার মতো নয়। সিরিজগুলো যে শুধু বোল্ড সিনেই ভরা থাকে এমনটা না। গল্প থাকে। গল্পের প্লট জানলে অনেকেই হয়তো অবাক হবেন।

Advertisements

Ullu-তে প্রতিটি শো স্ট্রিমিং আগের রেকর্ড গুলি ভেঙে দিতে থাকে। পূর্ববর্তীগুলির চেয়ে আরও ভাল ভাবে উঠে আসে দর্শকদের সামনে। এর আদর্শ উদাহরণ, তাদের Chull নামের নামের একটি নতুন শো। সিরিজের ট্রেলারটি সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছিল। যা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। রিলিজ হওয়ার পর থেকে বাড়তে থেকেছে ভিউ।

Advertisements

ট্রেলারটি শুরু হওয়ার পর দেখা যায় একজন পুরুষ কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য প্রতিবেশী এক মহিলার কাছে এসেছেন। বাড়িতে দরকারী জিনিসটি শেষ হয়ে গিয়েছিল বলে প্রতিবেশীর কাছে এসেছিলেন সেই পুরুষ। ওই ব্যক্তির প্রতি মহিলা দীর্ঘ দিন যাবত আগ্রহী বলে ক্রমে বোঝা যায়। তার একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তিনি সব কিছু বলার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। লোকটি নিজে থেকে এসেছেন তার বাড়িতে। এরপর আর নিজেকে ধরে রাখতে পারেননি সেই নারী চরিত্র। এটি দুটি ব্যক্তির মধ্যে একটি অবৈধ সম্পর্কের সূচনা হতে দেখা যায় ট্রেলারটিতে।

Chull ওয়েব সিরিজ ট্রেলারটি ২৪ ঘন্টায় ৮৩,০০০ বার দেখা হয়েছে, যা ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলতে সক্ষম হয়েছে। শো’টি ২৮ শে জুলাই Ullu Originals App এ প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

Advertisements