স্বামী বাইরে, আটকে বাড়ির বউয়ের সুপ্ত বাসনা, বাকিটা জানতে হলে দেখতে হবে একা

Ullu... এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে উঠতে পারে একের পর এক ওয়েব সিরিজের নাম। অল্প দৈর্ঘ্যের সিরিজগুলো ভাগ করা থাকে ছোটো ছোটো পর্বে। তাতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Ullu… এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে উঠতে পারে একের পর এক ওয়েব সিরিজের নাম। অল্প দৈর্ঘ্যের সিরিজগুলো ভাগ করা থাকে ছোটো ছোটো পর্বে। তাতে অবশ্য এন্টারটেইমেনটের কোনো ঘাটতি থাকে না। কারণ স্টোরি লাইন হয় বেশ টানটান। সাসপেন্স, থ্রিলার, ক্রাইম এবং Ullu যেটার জন্য প্রসিদ্ধ সেই রোমান্স দৃশ্যের অভাব হয় না সিরিজগুলোতে। তেমনই একটি ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম রাখা হয়েছে ‘ মালাই ‘। রয়েছে নিষিদ্ধ প্রেমের গল্প। মুখ্য চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা সিং।

Advertisements

মালাই ওয়েব সিরিজটি আধুনিক সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি একটি গল্প। যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতার পূর্ণ আভাস। গল্পটি এমন এক মহিলার চারপাশে আবর্তিত হয় যার শারীরিক আকাঙ্ক্ষার কোনও সীমা নেই। কিছু জরুরী কাজের কারণে স্বামী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সেই মহিলা মানে গল্পের মূল চরিত্র বর্তমানে বাড়িতে একা। স্বামীর অবর্তমানে বাড়ির চার দেওয়ালের মধ্যে ঘটতে থাকে অনেক কিছু। খুব কাছের মানুষ হয়ে ওঠে নিষিদ্ধ গল্পের নায়ক।

Advertisements

বাড়ির এই বউ আপাতভাবে লাজুক বলে প্রথমে পর্দায় দেখানো নয়। পরে ফুটে উঠতে থাকে তার সুপ্ত বাসনা। সেখান থেকে আকর্ষণ। এবং ক্রমে এইভাবে এগিয়ে চলে স্টোরি লাইন। এরই মধ্যে স্বামী বাড়িতে ফিরে আসেন। এসে কী দেখলেন তিনি? সংসার জোড়া লাগাতে পারবেন আগের মতো? জানতে হলে দেখতে হবে মালাই।

Advertisements