করোনা সময়কালের পর থেকে মানুষের মধ্যে বদলেছে বিনোদন মাধ্যমকে গ্রহণ করার ক্ষমতা। করোনা আসার আগে মানুষের মুখ্য বা আউটিংয়ের সময়ের অন্যতম প্ল্যান হতো হলে গিয়ে সিনেমা দেখা। সেটাই অনেকটা কমে গিয়েছে এখন। করোনা ভাইরাসের কথা এখন খুব একটা শোনা যায় না। তবে সিনেমা হল বনাম ওয়েব সিরিজের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েই গিয়েছে।
অনেকেই বলে থাকেন যে মানুষ আর আগে মতো হলে গিয়ে সিনেমা দেখে না। আসলে করোনা ভাইরাস আসার পর মানুষের বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তবে বিনোদন ছাড়া রোজ রোজ বাড়িতেও থাকা দায় হয়ে যায়। এই পরিস্থিতিতে ওয়েব সিরিজ মানুষের মন ভালো রাখার দায়িত্ব নিয়েছিল। সেই থেকে এখনো মানুষের মনে ওয়েব সিরিজ আলাদা একটা জায়গা করে নিয়েছে। বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ খুঁজলেই নেট দুনিয়ায় পেয়ে যাবেন। তবে একটি ঘরানোর ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলে চুপিচুপি, প্রকাশ্যে নয়।
কারণ এই আলোচনা বা এই ধরনের সিরিজ সবার সামনে দেখা যায় না। কথা হচ্ছে বোল্ড ওয়েব সিরিজ সম্পর্কে। ১৮+ না হলে যে ওয়েব সিরিজগুলো একেবারেই দেখতে বারণ করা হয়। আর আঠারো বছর হয়ে যাওয়ার পরেও সবার সঙ্গে দেখা যায় না। নিজেরই লজ্জা লাগবে। সম্প্রতি Ullu Originals App থেকে প্রকাশিত একটি ওয়েব সিরিজ বেশ চর্চায় রয়েছে।
Ullu Web Series নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। এই OTT প্ল্যাটফর্মের অন্যতম আকর্ষণীয় ওয়েব সিরিজ Dil Do। এখানে এক যুবতীকে দেখানো হয়েছে, যে চাকরি করতে যায়। সদ্য বিবাহ হয়েছিল। এবং স্বামী শয্যাশায়ী। এই পরিস্থিতিতে টাকার জন্য কি সে সব করবে? এটাই হল প্রশ্ন।







