Ullu Originals মানেই ওয়েব সিরিজের সম্ভার। এখানে কোন প্রকারের ওয়েব সিরিজ জনপ্রিয় সেটা আপাতত নাই বা বললাম। কারণ অনেকেই জানেন এই OTT প্ল্যাটফর্ম সম্পর্কে। যারা জানেন না তাদের জন্য দেওয়া রইল Ullu সম্পর্কে ছোটো একটু বর্ণনা। তার পর আলোচনা করা হবে এই প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ সম্পর্কে। যা এখনও নেটিজেনদের একাংশের মধ্যে সমান জনপ্রিয় হয়ে রয়ে গিয়েছে।
Lockdown এর সময় থেকে মানুষের অভ্যাস বদলাতে শুরু করেছে। টিভি কিংবা সিনেমা হলের পাশাপাশি ফোনেও যে পছন্দের কনটেন্ট দেখা যায় সেটা এই সময়কালে আমরা জেনেছিলাম। সেই থেকে অনেকের মধ্যে ওয়েব সিরিজ এখনও সমান জনপ্রিয় হয়ে রয়েছে। মানুষ যেমন ফিচার ফিল্ম পছন্দ করেন, তেমনই পছন্দ করেন উষ্ণ দৃশ্যে ভরপুর কোনো সিনেমা বা কোনো প্রোডাকশন। এই সব সিনেমা, প্রোডাকশন বা ওয়েব সিরিজ যাই বলা হোক না কেন, এগুলো সবার সঙ্গে দেখার মতো নয়। রাতে একা দেখার জন্য চলতে পারে।
Ullu Originals এর Malai ওয়েব সিরিজ তেমনই একটি ছবি। যেটা ভুলেও সবার সঙ্গে দেখবেন না। রোমান্স দৃশ্যে ভরপুর এই সিরিজে রয়েছে একের পর এক বোল্ড সিন। উপস্থিত শিল্পীরা ছড়িয়ে গিয়েছেন লজ্জার সমস্ত রেকর্ড। মুখ্য চরিত্রে রয়েছে নেট দুনিয়ায় বহু আলোচিত অভিনেত্রী অঙ্কিতা সিং। সঙ্গে রয়েছে শায়না খাতরি।
Malai এমন এক মহিলার গল্প যার আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া। একজন প্রেমময় স্বামী থাকা সত্ত্বেও তিনি বিশ্বাসঘাতকতার জালে জড়িয়ে পড়েন এবং এমনকি অকল্পনীয় কিছু কাজ করে এটিকে আরও এক ধাপ উপরে নিয়ে যান। শারীরিকভাবে তার সাথে জড়িত হওয়ার পরে তিনি তার দেওরের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। বিষয়গুলি এখানেই শেষ হয় না, কারণ তিনি নিজেকে না থামিয়ে ক্রমে ঝুঁকি নিতে থাকেন। মালাই পার্ট ২ এর পরবর্তী অংশে ওই মহিলাটিকে অবৈধ সম্পর্কগুলি সঙ্গে আরও জড়িয়ে পড়তে দেখা যায়। তার স্বামী কি তার এই আকাঙ্ক্ষার কথা জানতে পারবেন?







