লকডাউন, করোনাকাল বদলে দিয়েছে আমাদের অনেকের রোজকার জীবনধারা। বাড়ি বসে মানুষ যখন বোর হচ্ছিল তখন ওয়েব সিরিজ জগতে প্রবেশ করেছিল নতুন ধরণের কিছু ভিডিও বা সিরিজ। আগে এমন কনসেপ্টের কোনো ওয়েব সিরিজের কথা কেউ ভাবতেও পারতেন না। সমাজের চোখে যা কিছু নিষিদ্ধ সম্পর্ক, কেচ্ছা ইত্যাদি বলে পরিচিত সেগুলো তুলে ধরা হল পর্দায়। শুরু থেকে জনপ্রিয় হতে শুরু করেছিল বোল্ড ওয়েব সিরিজগুলো।
এখন লকডাউন নেই। কিন্তু বোল্ড ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা আগের মতোই রয়েছে। OTT জগতে এই সব বোল্ড ওয়েব সিরিজ নির্মাতাদের মধ্যে অন্যতম অগ্রণী নাম Ullu। উল্লুর প্রায় প্রতিটি ওয়েব সিরিজে রয়েছে একের পর এই সাহসী দৃশ্য। যা দেখতে মানুষ বেশ পছন্দ করেন। এই বর্ষণ মুখর জুলাই মাসেও জনপ্রিয়তা কমেনি এতটুকু। বরং নেট দুনিয়ার একাংশে চর্চার বিষয় গাঁও কি গরমি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন।
ওয়েব সিরিজটির গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের মধ্যে। গ্রামের পরিবার। ছেলে, বৌমা, বৃদ্ধ শ্বশুর ও একটি তরুণীকে নিয়ে সিরিজের প্লট। ক্যারেকটার হয়তো বেশি নয়, কিন্তু বোল্ড সিনের কোনো অভাব নেই। কখন যে কে কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে সেটা বোঝা মুশকিল। সেই সঙ্গে রয়েছে জীবন থেকে সরিয়ে ফেলার মতো চক্রান্ত। শেষ পর্যন্ত কার ইচ্ছা পূরণ হল সেটা জানার জন্য দেখতে হবে গাঁও কি গরমি। ভিডিওর প্রথম দৃশ্য থেকে টের পাবেন উষ্ণতা।