Ullu-র আরও একটা ব্লকবাস্টার, হানি ট্র্যাপ-এ আটকেছেন অনেকেই

নেট দুনিয়ায় চর্চায় রয়েছে Ullu -র আরও একটি লেটেস্ট ওয়েব সিরিজ। যার নাম হয়তো ইতিমধ্যে অনেকেই শুনে থাকবেন - হানি ট্র্যাপ। এই ওয়েব সিরিজটি একটি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নেট দুনিয়ায় চর্চায় রয়েছে Ullu -র আরও একটি লেটেস্ট ওয়েব সিরিজ। যার নাম হয়তো ইতিমধ্যে অনেকেই শুনে থাকবেন – হানি ট্র্যাপ। এই ওয়েব সিরিজটি একটি সামাজিক ঘটনার ওপর ভিত্তি করে শুরু করা হয়। প্রাথমিকভাবে নিজের বিবাহে বৈষম্যের শিকার হওয়ার পরে একজন মহিলার অ্যাডভেঞ্চার সম্পর্কে ক্রমে এগিয়ে গিয়েছে সিরিজের স্টোরি লাইন।

Advertisements

এই সিরিজটি দর্শকদের মনে একাধিক প্রশ্ন তুলতে পারে। কোনটা ঠিক আর কোনটা ভুল, এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে গল্পের পরতে পরতে। আমরা অনেকেই হয়তো এটা বিশ্বাস করি যে একটি খুব পাতলা রেখা রয়েছে যা ঠিক এবং ভুলকে আলাদা করে।

Advertisements

গল্পটি এমন এক মহিলার সম্পর্কে যার কামনার কোনও সীমাবদ্ধতা আছে এমনটা দেখানো হয়নি। বরং বলা ভালো তাকে বিশ্বাসঘাতকতার পরবর্তী অভিজ্ঞতা ভুগতে হয়েছে তাকে। তার স্বামী প্রায়শই তাকে তার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়, তাকে মাঝে মাঝে ছোট মনে করে। ফলত বিবাহিত জীবন একেবারেই সুখের ছিল না। বাধ্য হয়ে সেই মহিলা একজন বাবার সাথে দেখা করেন। সেখানে সব কিছু বলার পর সমস্যার সমাধান প্রদান করেন ওই বাবা। যিনি তাকে এমন মধু দেন যার সাহায্যে চোখ রাখা সমস্ত পুরুষকে ফাঁদে ফেলতে পারবে ওই মহিলা।

হিরাল রাদাদিয়াকে এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। হিরাল রাদাদিয়া সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসাবে পরিচিত এবং ভক্তরা তাকে এই সাহসী অবতারে দেখতে পছন্দ করেন। সিরিজটি বর্তমানে Ullu-তে স্ট্রিমিং হচ্ছে।

Advertisements