Ullu নামটাই এখন একটা প্রায় ব্র্যান্ড হয়ে গিয়েছে। ধারাবাহিক কাজ করে চলেছে এই ওয়েব সিরিজ নির্মাতা প্ল্যাটফর্ম। Ullu Web Series এর প্রতিটা গল্পেই থাকে টান টান থ্রিল এবং উত্তেজনা। তার থেকে যে বড়, যে কারণে মানুষ উল্লুর ওয়েব সিরিজ দেখেন, সেটা হল বোল্ড সিন। হট এবং বোল্ড দৃশ্যের সঙ্গে মেশে গল্পের টুইস্ট। সম্প্রতি নেট মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে Ullu-র Ladyfinger নামের একটি ওয়েব সিরিজ। সে ব্যাপারেই আমরা জেনে নেবো আরও একটু বিস্তারিত।
Ullu-র Ladyfinger Web Series এ দেখানো হয়েছে সম্পর্কের মধ্যে টানাপোড়েনের ঘটনা। লাগাতার টানাপোড়েনের পর ক্রমে অবিশ্বাসের জন্ম এবং তার পর তৈরি হল একটা মারাত্মক প্ল্যান। সব মিলিয়ে টুইস্ট রয়েছে ওয়েব সিরিজটির প্রতিটা ছত্রে। আর সেই সঙ্গে মাঝে মধ্যে তো থাকছেই উল্লুর পরিচিত একের পর এই বোল্ড দৃশ্য।
প্রতিবেদনে আলোচিত ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে যে এক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। অনেক দিনের দাম্পত্য জীবনের পর স্ত্রীর প্রতি উৎসাহ হারিয়েছে স্বামী। এই অবস্থায় স্ত্রীর সন্দেহ হয় যে স্বামী জড়িয়ে পড়েছে অন্য কোনো নারীর সঙ্গে। টুকরো টুকরো বিভিন্ন ঘটনার মাধ্যমে স্ত্রীর এই সন্দেহ ক্রমে পোক্ত হতে থাকে। এই পরিস্থিতিতে নিজের এক বন্ধুর সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করেন স্ত্রী। পরীক্ষার মুখে স্বামীর লয়্যালটি। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আয়ুশী জয়সওয়াল। ছবিতে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন পল্লবী দেবনাথ এবং পীযূষ সুহানী।