আবারও নেট দুনিয়ায় ঝড় তুলতে চলেছে উল্লু। সম্প্রতি তারা তাদের নতুন একটি ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছে। খুব তাড়াতাড়ি রিলিজ ছোটো পর্দায় দেখা যাবে উল্লুর নতুন ওয়েব সিরিজ তোহফা। তিন অভিনেত্রীকে কেন্দ্র করে আবর্ত হয়েছে স্টোরি লাইন। উল্লুর অন্যান্য ওয়েব সিরিজের মতো এই সিরিজের প্রথম পর্বেও রয়েছে একাধিক বোল্ড সিন। পর্বের দৈর্ঘ্য বা ডিউরেশন খুব বেশি রাখা হয়নি। অল্প সময়ের মধ্যে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।
তোহফা উল্লু ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে শায়না খাত্রী, পিহু সিং ও লীনা সিংকে। এই তিন অভিনেত্রী ওয়েব সিরিজের জগতে খুব জনপ্রিয় এবং সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য প্রসিদ্ধ। এই তিন অভিনেত্রী ছাড়াও দেখা যাবে অত্যন্ত দক্ষ অভিনেতা তারকেশ চৌহানকে। এই কাস্টিং দেখেই দর্শকদের প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছে। এমনিতে উল্লুর প্রতি মানুষের চাহিদা আকাশ ছোঁয়া, তারপর ওপর এই কাস্টিং। দুইয়ে দুইয়ে চার হবে কি না সেটা দর্শকরাই পরে বলতে পারবেন।
আজকাল বেশিরভাগ ওয়েব সিরিজে মাত্র একজন অভিনেত্রীকে দেখা যায়। এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। তবুও শায়না খাত্রীর দিকে অনেকেই হয়তো চোখ রাখবেন। এই অভিনেত্রীকে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে কাজ করতে দেখা গিয়েছে।
আপনারা খুব ভালো করেই জানেন, উল্লু অ্যাপে রিলিজ হওয়া সব ওয়েব সিরিজই বোল্ড সিন এবং রোমান্সে ভরপুর থাকে। তোহফা ওয়েব সিরিজে দুই বন্ধুকে সামনে রেখে গল্পের শুরু । দুই বন্ধু কাজ করে গ্রামের বাইরে। একজনের নাম অমিয়া এবং অন্য বন্ধুর নাম মন্টু। দুই বন্ধু একসঙ্গে থাকতেন। এক বন্ধু কিছু দিন গ্রামে ফিরে আসে। সঙ্গে নিয়ে আসে বন্ধুর দেওয়া একটি উপহার, বৌদির জন্য। অমির স্ত্রীর চরিত্রে রয়েছেন শায়না খাত্রি। দেওরের ভূমিকায় মন্টু। শায়না খাত্রির সঙ্গে পার্শ্ব চরিত্রে রয়েছে এক বোনের চরিত্র। ক্রমে বন্ধুর বাড়িতে নতুন প্রেম জীবনে প্রবেশ করে মন্টু। এইভাবে এগিয়ে চলে বাকি গল্প।
এই ওয়েব সিরিজের গল্পটি সাসপেন্স এবং টুইস্টে পরিপূর্ণ। কিছুদিন আগে উল্লু অ্যাপে মুক্তি পেয়েছে তেরে জাইসা ইয়ার কাহা পার্ট ২ এবং খালিশ পার্ট থ্রি। মাঝে কয়েক দিন কাটতে না কাটতে এবার তোহফা।







