এটাও নাকি ইয়ার দোস্তের সম্পর্ক! Ullu-র এই ওয়েব সিরিজে অতিক্রম করেছে সাহসিকতার সব সীমানা

Ullu, নামটাই যেন যথেষ্ট। এই শব্দ শুনলে অনেকের চোখের সামনে হয়তো ভেসে উঠবে একের পর এক ওয়েব সিরিজ। ধারাবাহিকভাবে নেট নাগরিকদের একাংশের এন্টারটেইনমেন্টের সমস্ত রসদ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Ullu, নামটাই যেন যথেষ্ট। এই শব্দ শুনলে অনেকের চোখের সামনে হয়তো ভেসে উঠবে একের পর এক ওয়েব সিরিজ। ধারাবাহিকভাবে নেট নাগরিকদের একাংশের এন্টারটেইনমেন্টের সমস্ত রসদ যুগিয়ে চলেছে উল্লু। একের পর এক বোল্ড ওয়েব সিরিজ পাবলিশ হয়েছে এই OTT প্ল্যাটফর্মে। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে প্রোডাকশনের সংখ্যা।

Advertisements

সম্প্রতি Ullu-র পক্ষ থেকে আরও একটি নতুন ওয়েব সিরিজ প্রকাশ করা হয়েছিল। ওয়েব সিরিজটি রিলিজ হওয়ার পর থেকে ঢুকে পড়ে নেটিজেনদের একাংশের হিট লিস্টের মধ্যে। ওয়েব সিরিজের নাম – তেরে জায়সা ইয়ার কাহা। বাংলায় তর্জমা করলে হচ্ছে, তোমার মতো বন্ধু আর কোথায়। সিরিজটা দেখলে অবশ্য মনে প্রশ্ন জাগতে পারে এ কেমন বন্ধু!

Advertisements

যাইহোক, উল্লুর ওয়েব সিরিজ মানের দর্শকরা জানেন তার কনটেন্ট কী হতে পারে। স্টোরি লাইন অবশ্যই থাকে এবং সেটা যে অডিয়েন্স ইঞ্জেজিং স্টোরি লাইন হয় সেটা বলাই বাহুল্য। থ্রিল থাকে গল্পে। তবে দর্শকরা সবাই হয়তো রহস্য, রোমাঞ্চ খুঁজতে উল্লুর ওয়েব সিরিজ দেখেন না। এবার আসার যাক আসল কথায়, তেরে জায়সা ইয়ার কাহা সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক।

এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন মোট পাঁচ জন। দুজন নায়ক এবং দুজন অভিনেত্রী। গল্পে দুই নায়িকা একে অন্যকে দিদি বলে সম্বোধন করেন। একজন লাভপ্রীত, অন্যজন পায়াল পাতিল। গল্প আবর্তিত হয়েছে একটি বাড়ির মধ্যে। সেখানে একটি ছেলে থাকে এবং পরে একটি ছেলে এই বাড়ির বন্ধু হয়ে উঠে। ধীরে ধীরে এগোতে শুরু করে গল্প। দর্শকদের প্রতীক্ষার অবসান হয় ক্রমে। সেই সঙ্গে উপস্থিত শিল্পীদের অভিনয়ের প্রশংসাও করতে হবে অবশ্যই।

Advertisements