স্বামী বাইরে, সুন্দরী বউ একা বাড়িতে, পরের ঘটনা দেখে নিন ওয়েব সিরিজে

Ullu Original ওয়েব সিরিজ 'তোহফা' দর্শকদের মধ্যে দারুণ হিট হয়েছিল। এরপর মুক্তি পেয়েছ এই সিরিজের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ভাইরাল…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Ullu Original ওয়েব সিরিজ ‘তোহফা’ দর্শকদের মধ্যে দারুণ হিট হয়েছিল। এরপর মুক্তি পেয়েছ এই সিরিজের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ভাইরাল হয়েছে দর্শকদের মাঝে। এই ওয়েব সিরিজে প্রচুর হট সিন দেখা যাবে।

Advertisements

যাদের বয়স ১৮ বছরের বেশি শুধু তারাই এই ওয়েব সিরিজ দেখতে পারবে। আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি আবেগের বশবর্তী হয়েও পরিবারের সঙ্গে এই ওয়েব সিরিজটি দেখা শুরু করেন, তাহলে আপনাকে খুব বিব্রত হতে হবে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার পর কিছু দিন আগেই এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের ট্রেলার ও সিরিজ মুক্তি পেয়েছে। ট্রেলার দেখে মনেই হয়েছিল যে এবারের গল্পটাও খুব স্পেশাল এবং অন্যরকম হতে চলেছে।

Advertisements

‘তোহফা’ সিরিজের গল্প গড়ে উঠেছে এক গ্রামীণ নারীর জীবনী, যার স্বামী কাজের জন্য দূরে শহরে থাকেন। বাড়ি থেকে দূরে থাকায় বন্ধুর হাতে স্ত্রীর জন্য কিছু উপহার পাঠান তিনি। বন্ধুটিও তার স্ত্রীকে সেই উপহার দেয়। তবে এরপরের গল্পটি বেশ চমকপ্রদ। ‘তোহফা ২’ ওয়েব সিরিজের গল্প নিজেদের মধ্যে বেশ জটিল, তবে গল্পটি আরও জানতে চাইলে এই ওয়েব সিরিজটি উল্লু অ্যাপে স্ট্রিম করা হয়েছে সেখানে দেখে নিতে পারবেন।

‘তোহফা’য় স্ত্রীকে খুব সুন্দরী এবং এমন এক নারীর চরিত্রে দেখানো হয়েছে, যার কিলার চেহারার কারণে কেউ তার দিক থেকে চোখ সরাতে পারে না।

Advertisements