কাকার কীর্তি! এই সাইকেলে উঠলে রোদ-বৃষ্টি কিছুই আপনাকে ছুঁতে পারবে না

বুদ্ধি থাকলে কি না হয়। আর ভারতীয়দের যে বুদ্ধির অভাব নেই সেটাও প্রায় সকলেরই জানা। বিদেশিরাও জানেন ’জুগার’ শব্দ মানে কী। বিভিন্ন জিনিসকে জুড়ে এমনটা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বুদ্ধি থাকলে কি না হয়। আর ভারতীয়দের যে বুদ্ধির অভাব নেই সেটাও প্রায় সকলেরই জানা। বিদেশিরাও জানেন ’জুগার’ শব্দ মানে কী। বিভিন্ন জিনিসকে জুড়ে এমনটা একটা জিনিসে রূপান্তর করা, যা দরকারি কাজে লাগতে পারে, এটাই হল জুগার। আমরা  ভারতীয়রা সেটা খুব ভালো করেই জানি।

Advertisements

যাদের মাথায় আইডিয়া থাকা তারা আবর্জনা থেকেও আশ্চর্যজনক জিনিস গড়ে তুলতে পারে। শুধু তাই নয়, কোনও জিনিস গড়ে তোলার জন্য মাথায় বুদ্ধির পাশাপাশি দরকার মনের জোর। মনের জোর না থাকলে কোনও জিনিস তৈরি করা সম্ভব হয় না।

Advertisements

দুই চাকার গাড়ি- সাইকেল, রিক্সা চালানোর সময় রোদ, বৃষ্টি এড়ানোর কোনও উপায় থাকে না। যাদের চার চাকার গাড়ি কেনার সামর্থ্য আছে তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয় না। কিন্তু সমস্যা নিয়ে মানুষ আর কদিনই-বা থাকতে পারে? এই পরিস্থিতিতে হাতে থাকছে মাত্র দুটি উপায়। এক, জোড়াতালি দিয়ে কাজ চালানো এবং দুই, জুগারের সঙ্গে লড়াই করে নিজের জন্য ব্যবস্থা করা।

এক কাকার কীর্তি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ব্যক্তি তার সাইকেল যাত্রাকে আরামদায়ক করার জন্য জুগারের ব্যবস্থা করেছেন। সাইকেলটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছেন, করেছেন একটি ছাউনি। সেটাও এতটাই মজবুত যে কিছু পণ্য সহজেই সেই কাঠামোর ওপর স্থাপন করা যাবে। এছাড়াও প্রখর রোদ বা বৃষ্টির মধ্যেও, এই সাইকেলে আরামে ভ্রমণ করা যাবে নিশ্চিন্তে। এই জুগার সাইকেল দেখে মানুষ বিস্মিত হয়েছেন। ভাইরাল হওয়া এই ক্লিপটি ইনস্টাগ্রামে (@technology_world_09) নামে একটি অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করা হয়েছে। ক্লিপে দেখা যাচ্ছে, ওই বৃদ্ধ সাইকেল নিয়ে কোথাও একটা যাচ্ছেন। কমেন্ট বক্সে ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য চোখে পড়বে। এ ছাড়া যে ব্যক্তি ভিডিওটি বানিয়েছেন, তিনিও হেসে ফেলেছিলেন। ভিডিওতে তার হাসির শব্দ স্পষ্ট। একজন কমেন্টে বলেছেন, ‘এখানে হাসির কী আছে? অন্য একজন জানতে চেয়েছেন সাইকেল স্পিড ব্রেকারে উঠলে কী হবে?’

Advertisements