মধ্যবিত্তের জন্য সুখবর, পেট্রোল-ডিজেলের জন্য এক টাকাও খরচ হবে না আর!

পেট্রোল ডিজেলের দাম ক্রমে চিন্তায় ফেলেছিল মধ্যবিত্ত পরিবারকে। অনেকে টাকা জমিয়ে সাধ্যের মধ্যে গাড়ি বা বাইক কিনে থাকেন। কিন্তু তেলের আকাশ ছোঁয়া দামের জন্য অনেকের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

পেট্রোল ডিজেলের দাম ক্রমে চিন্তায় ফেলেছিল মধ্যবিত্ত পরিবারকে। অনেকে টাকা জমিয়ে সাধ্যের মধ্যে গাড়ি বা বাইক কিনে থাকেন। কিন্তু তেলের আকাশ ছোঁয়া দামের জন্য অনেকের গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে গিয়েও হয়তো হয়নি। এই পরিস্থিতিতে দারুণ খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তিনি যা বলেছেন, সেটা বাস্তবায়িত হলে গাড়ির চালানোর জন্য পেট্রোল কিংবা ডিজেল কিছু এক টাকাও খরচ হবে না ভবিষ্যতে। কারণ দেশে চার চাকার গাড়ি হোক বা দুই চাকার বাইক, তেল ছাড়াই ছুটবে বাহন।

Advertisements

কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি? তিনি জানিয়েছেন, “সম্পূর্ণ ইথানলে চালিত নতুন যানবাহন বাজারে নিয়ে আসবো আমরা। বাজাজ, টিভিএস, হিরো-র স্কুটার ১০০ শতাংশ ইথানলে চলবে।” কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে ভারতীয় বাজারে দ্রুত দেখা যাবে একশো শতাংশ ইথানলে চলা গাড়ি। চলতি বছরের আগস্ট মাসে ভারতে লঞ্চ হতে পারে টয়োটার Camry। Toyota Camry এমন একটি গাড়ি যা সম্পূর্ণ ইথানল দ্বারা চালিত হয়।

Advertisements

পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে বিকল্প জ্বালানীর খোঁজ শুরু হয়েছিল অনেক আগেই। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে জোর দিচ্ছে ক্রমে। পেট্রোল , ডিজেলের বদলে সিএনজি এবং ইলেকট্রিক গাড়ি ক্রমে প্রবেশ করেছে ভারতীয় বাজারে। আগামী দিনে হয়তো রাস্তায় দাপিয়ে বেরাবে ইথানল চালিত গাড়ি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে লিটার প্রতি ইথানলের দাম হবে খুবই নগণ্য।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “আপনি যদি পেট্রোলের সাথে ইথানলের তুলনা করেন তবে এদের মিশ্রণের প্রতি লিটারে খরচ ১৫ টাকা। কারণ ১২০ টাকা লিটারের পেট্রোলের সাথে ৬০ টাকার ইথানল মেশানো হচ্ছে।” আসলে ২০২৫ সাল নাগাদ একটি লক্ষ্য যাত্রা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারী ইথানল চালিত গাড়িতে প্রবেশ না করে, পেট্রোলের সঙ্গে মিশিয়ে আগে পরখ করে নেওয়া হতে পারে পরিকল্পনা।

Advertisements