দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বাড়ছে। Ola S1 Pro সর্বাধিক বিক্রিত ইলকেট্রিক স্কুটার হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে। টিভিএসের আইকিউবি রয়েছে দ্বিতীয় স্থানে। এই সেগমেন্টে নিজেদের সেল আরও বাড়াতে চাইছে TVS ।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে যে টিভিএস আইকিউবের একটি সাশ্রয়ী মূল্যের সংস্করণ নিয়ে কাজ করছে কোম্পানি। সরকার ফেম ২ এর অধীনে ভর্তুকি হ্রাস করেছে। যার কারণে বৈদ্যুতিক দুই চাকার গাড়ি ব্যয়বহুল হয়ে পড়েছে। ওলা তার সাশ্রয়ী মূল্যের এস ১ এয়ার ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করেছে।
টিভিএস ২০২৩ সালের ১ জুন থেকে আইকিউবির দাম বাড়িয়েছিল। এমন পরিস্থিতিতে দেশের রাজধানী দিল্লিতে ভ্যারিয়েন্ট অনুযায়ী তা ১৭ হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়। ভারী শিল্প মন্ত্রক ১ জুন থেকে ভর্তুকির পরিমাণ কিলোওয়াট প্রতি ১৫,০০০ টাকা থেকে কমিয়ে ১০,০০০ টাকা করেছে। যার কারণে প্রতিষ্ঠানটি তা বাড়িয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটি দুটি ভার্সনে কেনা যাবে – আইকিউব এবং আইকিউব এস। এখন আইকিউবের নতুন দাম বেড়ে হয়েছে ১,২৩,১৮৪ টাকা এবং আইকিউব এস-এর দাম বেড়ে হয়েছে ১,৩৮,২৮৯ টাকা।
টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন, ক্লিন ইউআই, ইনফিনিটি থিম পারসোনালাইজেশন, ভয়েস অ্যাসিস্ট, অ্যালেক্সা স্কিলসেট, ইনটিউটিভ মিউজিক প্লেয়ার কন্ট্রোল, ওটিএ আপডেট, প্লাগ-অ্যান্ড-প্লে ক্যারিসহ ফাস্ট চার্জিং, সেফটি ইনফরমেশন, ব্লুটুথ ও ক্লাউড কানেক্টিভিটি অপশন, ৩২ লিটার স্টোরেজ স্পেস।
এতে রয়েছে ৫.১ কিলোওয়াট ব্যাটারি প্যাক, যার রেঞ্জ ১৪০ কিলোমিটার। টিভিএস আইকিউবে ফাইভ-ওয়ে জয়স্টিক ইন্টারঅ্যাক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, প্রোঅ্যাকটিভ নোটিফিকেশন সহ গাড়ির স্বাস্থ্য, ফোরজি টেলিম্যাটিক্স এবং ওটিএ আপডেট রয়েছে। এটি ১.৫ কিলোওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

টিভিএস দাবি করেছে যে আইকিউবের একক চার্জের দাম ১৯ টাকা। আইকিউব এসটি মডেলটি ৪ ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়। এরপর ১৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে স্কুটারটি। দু’বার চার্জ দেওয়ার খরচ পড়বে ৩৭.৫০ টাকা। অর্থাৎ গড় মাসিক খরচ ১৫০ টাকা।







