টেলিফোনের রিসিভার দিয়ে ঢাকা অন্তরঙ্গ, উরফির নতুন ভিডিও দেখলে আপনিও তাজ্জব বনে যাবেন

উরফি জাভেদ আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। আজব কোনও কাণ্ড হোক, ড্রেসিং স্টাইল হোক বা আল টপকা মন্তব্য..বরাবরই শিরোনামে উঠে আসেন উরফি। উরফি জাভেদ,…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

উরফি জাভেদ আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। আজব কোনও কাণ্ড হোক, ড্রেসিং স্টাইল হোক বা আল টপকা মন্তব্য..বরাবরই শিরোনামে উঠে আসেন উরফি।

Advertisements

উরফি জাভেদ, যিনি নিজেকে স্বঘোষিত ফ্যাশন কুইন মনে করেন, তিনি বারবারই কিছু অদ্ভুত স্টাইল দিয়ে মানুষকে অবাক করে দেন। এবারও অবশ্য তার ব্যতিক্রম ঘটেনি। আবারও মানুষ তার আজব কান্ড দেখে একেবারে তাজ্জব বনে গেছেন।

Advertisements

তিনি আবারও নতুন পোশাক নিয়ে হাজির হয়েছেন এবং এই পোশাক দেখে সবাই যে অবাক হয়েছেন সেটা বলাই বাহুল্য। উরফি জাভেদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এবং এই ভিডিওতে তাকে তার অনন্য পোশাকে দেখা যাচ্ছে। উরফি জাভেদ যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাকে টেলিফোনের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেত্রী টেলিফোনের তার থেকে স্কার্ট এবং ক্রপটপ তৈরি করেছেন।

এমনকি তিনি ফোনের নকল রিসিভার দিয়ে অন্তরঙ্গ ঢেকে রাখার চেষ্টা করেছেন। কানের দুলের জন্য ফোনের তারও আটকে নিয়েছেন উরফি। অবশ্য এই জিনিসটি করার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আপনি জানেন কী সেই কারণ?

উরফি জাভেদ আয়ুষ্মান খুরানার আসন্ন ছবি ‘ড্রিমগার্ল ২’ এর প্রচার করছেন এবং বলছেন যে তিনি এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু তাই নয়, উরফি জাভেদ অল্প কথায় নিজেকে ড্রিমগার্ল বলেও আখ্যায়িত করেন, যার পর থেকেই মানুষ তাকে ট্রোল করতে শুরু করেছেন।

সম্প্রতি বিমানবন্দরে উরফিকে এক ব্যক্তির সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। একজন ব্যক্তি উরফি জাভেদকে কটাক্ষ করে বলেন, ‘ ভারতের নাম কলঙ্কিত করেছ।’

 

View this post on Instagram

 

A post shared by Uorfi Javed (@urf7i)

Advertisements