নিজের ত্বক সুন্দর করতে চান? তাহলে আজই ব্যবহার করুন আমন্ড তেল। এই তেল কিন্তু বাজারে অনেক বেশি পরিমাণে কিনতে পাওয়া যায়, তবে তার মধ্যে ভেজালের পরিমাণ বাড়তে থাকতে পারে, সেই জন্য আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অসাধারণ আমন্ড অয়েল। বাড়িতে খুব সহজেই আমার অয়েল বানিয়ে নিতে পারবেন এটা বানাতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, শুধু বেশ কয়েকটা আমন্ড আপনাকে কিনে আনতে হবে আর হাতের সামনে রেখে দিতে হবে নারকেল তেল।
নারকেল তেলের মধ্যে এই আমন্ডকে যদি আপনি ভাল করে ফুটিয়ে নিয়ে একটা তেল বানিয়ে নিতে পারেন। তাহলে এই তেল আপনার ত্বকের জন্য ভীষণ উপকারী হবে আমরা অনেক সময় বাজার চলতেই এ ধরনের তেল কিনে আনে কিন্তু জানি না, নিজেরাই ত্বকে ঠিক কতখানি ক্ষতি করে ফেলছে, তাই অবশ্যই আর দেরি নয় চটপট এই শীতের বাজারে বানিয়ে ফেলুন অসাধারণ ঘরে তৈরি আমন্ড অয়েল।
প্রথমেই নারকেল তেলকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে আমন্ড বাদামের কুচি করে কিছু অংশ। তারপরে ভালো করে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। তেলকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। পুড়ে যেতে পারে, তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু কোনভাবেই আপনার এই সুন্দর তেল তৈরি হবে না।
এরপর খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখবেন, তেলের রং বেশ গাঢ় বাদামি হয়ে গেছে। তখন বুঝতে পারবেন যে আপনার বানানো তেল কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি কাঁচের কন্টেইনারে রেখে দিলেই তৈরি হয়ে যাবে, ঘরে বানানো আমন্ড অয়েল। এবার এটিকে প্রতিদিন ত্বকের উপরে মাসাজ করুন দেখবেন আপনার ত্বক একেবারে বেবি সফট হয়ে যাবে।