উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেখানো হচ্ছে কড়া মনোভাব। তথ্য যে কোনো প্রকার গড়মিল এড়াতে বদ্ধপরিকর উত্তর প্রদেশ সরকার। সেই পথে আরও অগ্রসর হওয়ার জন্য এবার GST তথ্য প্রদানের নিয়মের করা হচ্ছে বড় বদল। সর্বভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অনলাইনে GST e-Invoice করার ব্যাপারে জোর দিচ্ছে উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্টের। বাধ্যতামূলক করা হচ্ছে নতুন নিয়ম। যার ফলে কিছুটা বিপাকে পড়তে পারেন রাজ্যে বহু ব্যবসায়ী।
বিভিন্ন ব্যবসায়িক খাতে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়ে থাকে। অনলাইন মাধ্যমের সাহায্যে ব্যবসার লেনদেন সংক্রান্ত তথ্য সরকারের কাছে যথাযথ ভাবে থাকবে বলে আশা করা হচ্ছে। উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার প্রভাব একেবারে ছোটো ব্যবসায়ীদের ওপর না-ও পড়তে পারে। তবে যাদের টার্নওভার ৫ কোটি টাকা বা তারও বেশি তারা চলে আসবে নতুন এই নিয়মের আওতায়।
কী বলা হচ্ছে উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্টের তরফে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের যে সমস্ত ব্যবসার টার্নওভার ৫ কোটি টাকা বা তারও বেশি, তাদের অনলাইনে e-Invoice দেওয়া আবশ্যক। অনেকেই অফলাইনে নিজেদের ব্যবসা সংক্রান্ত তথ্য জমা দিয়ে থাকেন। যার ফলে বেড়ে যাচ্ছিল তথ্য ফাঁকি দেওয়ার সম্ভাবনা। লেনদেনে যাতে কোনো গড়মিল না হয়, সে জন্য এই পুরো ব্যাপারটা অনলাইনে পরিচালন করতে চাইছে উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্ট।

রিপোর্টে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে কোনো একক বর্ষেও যদি ৫ কোটি টাকার বেশি টার্নওভার হয়ে থাকে তাহলে সেটা চলে আসবে উত্তর প্রদেশ GST ডিপার্টমেন্টের পর্যবেক্ষণে। এমনকি কোনো ব্যবসার বয়স যদি ৭ বছর হয়, তাহলেও কার্যকর হবে এই নিয়ম। GST সংক্রান্ত এই সিদ্ধান্তের ফলে উত্তর প্রদেশের প্রায় ৯ লক্ষ ব্যবসা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।







