ধর্ষণ করার পর বিবস্ত্র করে জনসমক্ষে ঘোরানো হল দুই মহিলাকে! ভাইরাল মণিপুরের নক্কারজনক ভিডিও

দেশে হচ্ছেটা কী! মণিপুরে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার ভিডিও ভাইরাল হতে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে দুই মহিলাকে। সেই সঙ্গে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশে হচ্ছেটা কী! মণিপুরে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার ভিডিও ভাইরাল হতে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে দুই মহিলাকে। সেই সঙ্গে চলছে প্রকাশ্যে যৌন নির্যাতন। এই ঘটনা কোনো দেশে নয়, হয়েছে ভারতে, ভারতের মণিপুরে। ভিডিও প্রকাশ্যে আসতে সোচ্চার হয়েছে দেশের সর্বস্তরের মানুষ।

Advertisements

বুধবার থেকে ভাইরাল হতে শুরু করে মণিপুরের এই ঘটনার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এখনও বইছে নিন্দার ঝড়। চাপ বাড়ানো হচ্ছে সরকারের ওপর। মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রোধের সঙ্গে তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।

Advertisements

ভিডিও সম্প্রতি ভাইরাল হলেও ঘটনাটি অবশ্য সদ্য ঘটেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে প্রায় দুই মাস আগে। অনুমান, আদিবাসী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকিদের সংঘর্ষ শুরু পরের দিন এই ঘটনা ঘটেছিল। আরও জানা যাচ্ছে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠে দুই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। তার পর রাস্তায় ঘোরানো। প্রশ্ন উঠছে, মাস দুই আগের ঘটনা হলে এতো দিন কেন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন?

মণিপুরে লাগাতার হিংসার ঘটনায় এমনিতেই চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। লাগাতার তার পদত্যাগের দাবী উঠছে। এন বীরেন সিং বলেছেন, দোষীদের কোনো মতেই রেহাই করা যাবে না। সর্বোচ্চ শাস্তি প্রদান করার ব্যাপারে তিনি অঙ্গীকার করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা দায়ের করা হয়েছে বলে মণিপুর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে।

Advertisements