প্লাটফর্মে ঘুমন্ত যাত্রীদের উপর জল ঢালছেন পুলিশ কর্মকর্তা! ভিডিও দেখে রেগে আগুন নেটিজেনরা

প্লাটফর্মে ঘুমিয়ে থাকা ক্লান্ত যাত্রীদের মুখে জল ঢেলে দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন এক রেলওয়ে পুলিশ কর্মকর্তা (RPF)। ঘটনাটি ঘটেছে পুনের রেলওয়ে স্টেশনে। ভিডিওটি সোশ্যাল…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্লাটফর্মে ঘুমিয়ে থাকা ক্লান্ত যাত্রীদের মুখে জল ঢেলে দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন এক রেলওয়ে পুলিশ কর্মকর্তা (RPF)। ঘটনাটি ঘটেছে পুনের রেলওয়ে স্টেশনে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় দুই মিলিয়নের বেশি মানুষ দেখেছে। পাশাপাশি কয়েক হাজার মানুষ ভিডিওটিতে নিজেদের রাগান্বিত কমেন্ট ছেড়ে গেছেন। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, রেলওয়ে ঘুমন্ত মানুষদের প্রতি পুলিশ কর্মকর্তার এমন আচরণ মেনে নেননি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইন্দু দুবে।

Advertisements

টুইটার মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার দৃষ্টিগোচর হতেই ওই রেলওয়ে পুলিশ কর্মকর্তার বিপক্ষে পদক্ষেপ নিয়েছেন তিনি। এক টুইট বার্তার মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইন্দু দুবে জানান,’প্ল্যাটফর্মে ঘুমানোর ফলে অন্যদের অসুবিধা হয় তবে যেভাবে এটি পরিচালনা করা হয়েছিল তা যাত্রীদের কাউন্সেলিং করার উপযুক্ত উপায় নয়। সংশ্লিষ্ট কর্মীদের যথাযথভাবে যাত্রীদের সাথে মর্যাদা, ভদ্রতা এবং শালীনতার সাথে আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনাটি গভীরভাবে দুঃখিত।’

Advertisements

এদিকে টুইট পাড়ায় এই মর্মান্তিক ভিডিওটি রূপেন চৌধুরী নামে এক ব্যক্তি শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার করার সময় তিনি লিখেছেন,’আরআইপি হিউম্যানিটি, পুনে রেলওয়ে স্টেশন।’ ভিডিওটি নেট পাড়ায় ভাইরাল হতেই ইন্টারনেট ব্যবহারকারীরা নানা ধরনের কমেন্ট লিখেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,’রেল স্টেশনে আরও ভালো ওয়েটিং রুমের প্রয়োজন।’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন,’ট্রেনগুলো অবশ্যই সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দরকার।’ পাশাপাশি অন্য এক ব্যবহারকারী লিখেছেন,’এই পুলিশ কর্মকর্তা লজ্জা জনক দৃষ্টান্ত স্থাপন করলেন।’

Advertisements