সোশ্যাল মিডিয়ায় নাচের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে প্রায়শই। বিভিন্ন গানে পারফর্ম করে কেউ হাসির পাত্র হন, কেউ আবার নেটিজেনদের প্রশংসা লাভ করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওর বৌদির একাধিক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তেমনই একটি ভিডিওর ব্যাপারে এই প্রতিবেদন। আলোচ্য ভিডিওতে অবশ্য বৌদি একাই কেড়ে নিয়েছেন লাইম লাইট। এটুকু বলাই যায় যে সত্যিকারের প্রতিভা না থাকলে এরকম ডান্স পারফর্ম্যান্স করা সম্ভব নয়।
দেওর বৌদি সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট নেট মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। বিশেষত দেওর বৌদির ভালো কোনো নাচের ভিডিও হলে তো আর কোনো কথাই নেই। তেমনই একটি ভিডিও ইউটিউবে সম্প্রতি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। বৌদির নৃত্য প্রতিভা দেখে সবাই মুগ্ধ। ভিডিও দেখে মনে হচ্ছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই পারফরম্যান্স করেছেন তিনি। সেখানে উপস্থিত ব্যক্তিরাও সমবেত ভাবে এই শিল্পীকে উৎসাহিত করেছেন।
মনে করা হচ্ছে ভিডিওটি শ্যুট করা হয়েছে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। বিশেষ এই উপলক্ষ্যে নাচের জন্য একেবারে পারফেক্ট গান হল Lo Chali Main। বলিউডের এই জনপ্রিয় গান বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের জন্য আদর্শ। এই গানটির সঙ্গে মেয়েদের পারফরম্যান্স বেশ মানানসই হয়। তবে যেমন তেমন করে নাচলেই তো আর হল না। নাচ হতে হবে নাচের মতো। বৌদির নিখুঁত এবং উদ্যমী ডান্স পারফরম্যান্স এই পারফরম্যান্সের পিছনে নিশ্চিতভাবে রয়েছে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। তিনি বিনা দ্বিধায় ভিড়ের মধ্যে পারফর্ম করছেন এবং সকলের মন জয় করছেন।
ভিডিওটি অনলাইনে একটি সেনসেশন হয়ে উঠেছে। নেটিজেনরা গানটির তালে বৌদির নাচ বেশ পছন্দ করেছেন। তারা পোস্টের কমেন্ট সেকশনে নাচের অভিনয়ের প্রশংসা করছেন। এক নেট ব্যবহারকারী লিখেছেন, ‘এই গানে এত সুন্দর নাচ আমি এর আগে কখনো দেখিনি।’