বর্তমানে ভারতীয় তরুণদের প্রথম পছন্দের গাড়ি হিসেবে নিজের জায়গা শক্ত করে নিয়েছে Royal Enfield। দুর্দান্ত এই গাড়িটির চোখ ধাঁধানো ফির্চাস এবং কিলার লুক যেকোনো তরুণকে ঘায়েল করতে বেশ পারদর্শী। ভারতের প্রায় প্রত্যেক যুবকের স্বপ্ন থাকে একদিন সেও একটি Royal Enfield-এর মালিক হবে। তবে সেই স্বপ্ন বেশিরভাগ সময় পূরণ করা সম্ভব হয় না মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। সম্প্রতি পাঞ্জাবের এক তরুণ নিজের সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন সম্পূর্ণ আলাদা উপায়ে।
নিজের প্রচেষ্টাতে একটি সুপার Royal Enfield-এর মালিক তো হয়েছেন, পাশাপাশি নিজের প্রযুক্তি বিদ্যা দিয়ে হয়রান করে তুলেছেন বুলেট গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানকেও। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণের বানানো Royal Enfield গাড়িটির ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে তাকে কালো রঙের একটি Royal Enfield গাড়ি চালাতে দেখা গেছে।
তবে জানলে অবাক হবেন যে, ওই যুবকের বানানো Royal Enfield গাড়িটি সম্পূর্ণ কাঠের। বাইকের তেলের ট্যাংকি থেকে শুরু করে সাইলেন্সার, প্রত্যেকটি অংশ কাঠ দিয়ে নির্মাণ করেছেন পাঞ্জাবের ওই যুবক। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই, গাড়িটি চালানোর জন্য ব্যবহার করেছেন হাই কোয়ালিটির ব্যাটারি। ওই যুবকের কথা অনুযায়ী, এক চার্জে গাড়িটি 100 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করতে পারে।
ভারতীয় যুবকের দুর্দান্ত উদ্ভাবনী শক্তি দেখে রীতিমতো অবাক হয়েছে Royal Enfield কোম্পানির কর্মকর্তারা। দুই লাখের Royal Enfield বানাতে ওই যুবকের খরচ হয়েছে মাত্র 90,000 টাকা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার নজরে আসার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের দ্বারা। বেশিরভাগ মানুষ ওই যুবকের উদ্ভাবনী শক্তির প্রশংসাও করেছেন ভিডিওটিতে।