লোকেরা তাদের শখ পূরণের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনকি অদ্ভুত কোনো পথ অবলম্বন করতেও মানুষ পিছু পা হয় না। দুর্দমনীয় ইচ্ছার সঙ্গে যদি জুগাড়ও এতে অন্তর্ভুক্ত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। শখ এবং জুগাড়ের সংমিশ্রণের অনুরূপ একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জনপ্রিয় এই ভিডিওতে বাইকটিকে গাড়ির ধাঁচে দেখা যাচ্ছে। তবে এই অনন্য গাড়িটিতে চারটির পরিবর্তে তিনটি চাকা ব্যবহার করা হয়েছে বলে ভিডিওতে দেখা গিয়েছে। অনেকে মজা করে বলছেন যে বাইক ও গাড়ির সমন্বয়ে তৈরি করা হয়েছে তিন চাকার মাইক্রো বাইক কার।
ইনস্টাগ্রামে সনিকেলিবাটাবারা নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ওয়াও।’ ভিডিওতে দেখা যাচ্ছে দুই আসন বিশিষ্ট একটি গাড়ি পিছন থেকে সামনের দিকে ঘুরছে। গাড়িতে একটি হোন্ডা বাইক ফিট করা হয়েছে। আবিষ্কৃত গাড়িটি অন্যরকম দেখতে হলেও বাইকটি তার আসল রূপ বজায় রাখতে পেরেছে। কিন্তু গাড়িতে যেনঅনেক পরিবর্তন আনা হয়েছে সেটা ভিডিও দেখে সহজেই বুঝে নেওয়া যাচ্ছে। গাড়ির পিছনে একটি টায়ার লাগানো হয়েছে। একই সঙ্গে দুটি বাইকের টায়ারও লাগানো আছে, অর্থাৎ বাইক ও গাড়ির সমন্বয়ে তৈরি এই গাড়িটি অটোরিকশার মতো তিন চাকা বিশিষ্ট। শুধু তাই নয়, গাড়ির ভেতরে একটি অতিরিক্ত সিটও রয়েছে। বাইকে দু’জন ছাড়াও অন্য একজনের বসার জায়গা তৈরি করা হয়েছে।
ইনস্টাগ্রামে ক্রম বর্ধমান ভাইরাল হওয়া এই ভিডিওটি তিন লক্ষেরও বেশি লাইক এবং মন্তব্য পেয়ে গিয়েছে ইতিমধ্যে। ভিডিও দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভাবছি হেলমেট পরব কি না,’ আরেকজন লিখেছেন, ‘ভাই গাড়ি কিনলেন।’
View this post on Instagram







