সাপে নেউলের সম্পর্কের কথা কে না জানে। কিন্তু প্রকৃতির এই লড়াই যখন প্রবেশ করে মানুষের গণ্ডির মধ্যে, তখনই খাড়া হয়ে যায় গায়ের রোম। এমনই একটি ভিডিও সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি বিরাট কিং কোবরা সাপকে। প্রথমে নেউলের সঙ্গে সেই সাপের দ্বন্দ্ব। তারপরের ঘটনা আরও ভয়ংকর। একটু ওপরেই ছিল বাচ্চাদের একটি দোলনা।
আলোচ্য ভাইরাল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। ভিডিওর শুরুতে দেখা গিয়েছে পাকা কাঠামোর আশেপাশে প্রচুর ঝোপঝাড়। সেই ঝোপঝাড়ে চলছে সাপে নেউলের ঝগড়া। নেউলের আক্রমণের পর গর্ত থেকে বেরিয়ে আসে সাপ। নেউলটাও আর কোনো ঝুঁকি নেয়নি। গর্ত থেকে সাপ বেরোতেই সে দৌড়ে পালায় সেখান থেকে। গর্তের ঠিক গায়েই ছিল একটি নির্মীয়মান পাকা কাঠামো। সেখানে ঝুলছিল শিশুদের একটি দোলনা। সাপটা গর্ত থেকে বেরিয়ে দেওয়াল বেয়ে ধীরে ধীরে উঠে পড়ে দোলনার ওপর। ক্রমে সে প্রবেশ করতে চায় দোলনার ভিতরে।
এমন সময় একজন ব্যক্তি লাঠি হাতে ছুটে আসেন সেখানে। এরপর সাপের আরও ভয়ংকর রূপ। দোলনার দড়ি বেয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে পর সেই কিং কোবরা। ফণা তুলে জানান দেয় নিজের উপস্থিতি এবং ক্ষমতার কথা। এরপর কী হয়েছে সেটা জানা যায়নি। ভিডিওটি কোথাকার সে ব্যাপারেও কোনো তথ্য নেই।
एनसीसी त असताना कॅम्पला असताना टेन्ट मध्ये साप येऊ नये म्हणुन एक तंत्र शिकवलं होतं, त्यात तंबुच्या चारही बाजुने एक फुट रुंद एक फुट खोल असा सलग चौकोनी किंवा आयताकृती चर खोदावा, सापाची चाल हि त्याच्या मणक्यांच्या हालचालीवर अवलंबुन असते, या साईझचा चर त्याला त्यामुळे पार करता येत… pic.twitter.com/1VPaZBJGqb
— Dr prashant bhamare (@dr_prashantsb) June 17, 2023
গত ১৭ জুন ডাঃ প্রশান্ত নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি এখনও পর্যন্ত ২২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়েছে, ‘এনসিসি ক্যাম্পের সময় বিপজ্জনক কিং কোবরা সাপকে তাঁবু থেকে দূরে রাখার একটি কৌশল বলা হয়েছিল। তাঁবুর চারপাশে একটি স্কোয়ার ড্রেন খনন করতে হবে, যা এক ফুট চওড়া এবং এক ফুট গভীর হওয়া দরকার। এতে করে সাপ আসবে না। তবে যাদের বাড়ি মাঠে, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিৎ, কারণ বর্ষাকালে সাপ শুকনো জায়গার খোঁজ করে।’