সেলফির প্রতি মানুষের আবেগ যেন ক্রমে বেড়ে চলেছে। নেট বা স্মার্টফোন যেমন আমাদের রোজকার জীবনের সঙ্গে মিশে গিয়েছে, তেমনই সেলফি নেওয়া অনেকের কাছে জরুরি কাজ হয়ে পড়েছে। সেলফি নেওয়া হয়তো খারাপ জিনিস নয়, কিন্তু কখন এবং কোথায় সেলফি নেওয়া হচ্ছে সেটা জরুরি। স্থান, কাল বিবেচনা না করে সেলফি তুলতে গেলে ঘনিয়ে আসতে পারে বিপদ। এই প্রতিবেদনে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করবো, সেখানেও দেখা গিয়েছে ভুল সময় সেলফি নেওয়ার ফল কী হতে পারে।
সেলফি নেওয়ার জন্য মানুষ এমন কিছু জায়গা বেছে নেয় যা দেখলে অনেকেই আঁতকে উঠবেন। খবরের শিরোনামে একাধিকবার উঠে এসেছে সেলফি নিতে গিয়ে চরম পরিণতির কথা। কেউ কেউ আবার চলন্ত ট্রেন থেকে ঝুলে, লাইনের সামনে দাঁড়িয়েও নিজের ছবি তুলে থাকেন। বন্য জীব জগতের সঙ্গে দূরত্ব মিটিয়েও কেউ কেউ দেখিয়ে থাকেন অতিরিক্ত সাহস। এরপর কী হতে পারে তার একটা এই ভিডিওতে পাওয়া গিয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক সুন্দরী তরুণী উবু হয়ে বসে রয়েছেন দুটি পশুর খাঁচার ঠিক মাঝে। একটি খাঁচায় রয়েছে সিংহ, অন্য খাঁচায় ভাল্লুক। তরুণী বসে সেলফি নিতে যাবে এমন সময় খাঁচার ভেতর থেকে থাবা বাড়িয়ে তরুণীর জামার একটি অংশ ধরে নেয় ভাল্লুক। এরপর বিপাকে পড়েন তরুণী। চোখে মুখে ফুটে ওঠে ভয়। আশেপাশে তখন কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তারাই অনেক কসরৎ করে উদ্ধার করেন সেই তরুণীকে।
View this post on Instagram