সরীসৃপ প্রাণী দেখলে অনেকের গা শিউরে ওঠে। সাপ হলে তো কথাই নেই। সাপে ভয় নেই এমন মানুষ খুঁজে পাওয়াই কার্যত দুষ্কর। আর সাপের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়। এই প্রতিবেদনেও তেমনই একটি সাপের কথা আমরা বলবো। ভিডিওতে দেখা যাচ্ছে অতিকায় একটি সাপ প্যাঁচিয়ে আছে একটি গাছ।
সাপ সম্পর্কিত ভিডিওগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগ আকর্ষণ করে, যার মধ্যে কয়েকটি বেশ চমকে দেওয়ার মতো। সম্প্রতি অনুরূপ একটি ভিডিও মানুষকে চমকে দিচ্ছে। ভিডিওতে একটি বিশাল অজগর সাপকে একটি গাছে জড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, ভিডিওতে অতিকায় এই সাপকে এক গাছ থেকে অন্য গাছে যেতে দেখে যাচ্ছে দুলকি চালে।
গ্রামের দিকে বা যেখানে অনেক গাছপালা রয়েছে সেখানে প্রায়শই সাপের দেখা মেলে। অনেকেই রোজ যে পথে যাতায়াত করেন সেখানেও এমন রোমহর্ষক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। অনেকে নিজের খারাপ কোনো স্বপ্নেও হয়তো অতিকায় কোনো সাপকে দেখতে চাইবেন না।
ভিডিওটি দেখে অনুমান করা যায় যে কোনো একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে গোটা ঘটনাটি রেকর্ড করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি মধ্যপ্রদেশের বনাঞ্চল থেকে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। যেখানে এক পর্যটক তার ক্যামেরায় এই ভিডিওটি ক্যাপচার করেছেন। চলতি বছরের ১৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়। এরপর থেকে ক্রমে ভাইরাল হতে শুরু করে এই ফুটেজ। বাড়তে থাকে ভিউজ।
View this post on Instagram