Video: ফণা তুলে দাঁড়িয়ে বিশালাকার কালো সাপ, ল্যাজ ধরে টানছে বাঁদর!

আমাদের জগৎ যেমন বৈচিত্র্যময়, তেমনই জীব জন্তুরেরও। কখন যে কে কি করে বসে তার কোনো ঠিক নেই। এই যেমন একটা ভিডিওতে দেখা গেল, ফণা তুলে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আমাদের জগৎ যেমন বৈচিত্র্যময়, তেমনই জীব জন্তুরেরও। কখন যে কে কি করে বসে তার কোনো ঠিক নেই। এই যেমন একটা ভিডিওতে দেখা গেল, ফণা তুলে দাঁড়িয়ে আছে বিশাল আকারের একটা সাপ। একটা বাঁদর সেই সাপটার আবার ল্যাজ ধরে টানছে। সাপ যতো রেগে যাচ্ছে, বাঁদরামি ততই যেন বাড়ছে।

Advertisements

বাঁদরের বাঁদরামির কথা আমরা সবাই শুনেছি। শুধু শুনেছি বললে ভুল হবে সবাই কখনও না কখনও নিজের চোখে দেখেছি। গাছের ডালে, বাড়ির ছাদে, কারেন্টের তারে… বাঁদরের গতিবিধি সর্বত্র। বাঁদর যেমন বাঁদরামি করে তেমনই তারা সাহসী হয়ে থাকে। মানুষের হাত থেকে খাবার কেড়ে নেওয়ার কাজ তারা করে খুবই নিপুণ ভাবে। এছাড়াও এটা ওটা নিয়ে পালানোর মতো ঘটনা তো রয়েছে। শহরের থেকে গ্রামের দিকে বা যেখানে সবুজ গাছপালা বেশি রয়েছে সেখানে বাঁদরের উপস্থিতি অনেক বেশি। নিজেদের এলাকা রক্ষা করার জন্য তারা সাহসিকতার শিখরে যেতে পারে। আবার কৌতূহল নেহাত কম নয়। সে কারণে অনেক সময় বিপদের খুব কাছে চলে যায় তারা।

Advertisements

যে ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে সেটা এখন রীতিমতো ভাইরাল। খুব কম নেট স্যাভি মানুষ রয়েছেন যারা হয়তো এই ভিডিওটি দেখেননি। প্রচুর কমেন্ট এসেছে সঙ্গে। পড়েছে প্রচুর লাইক। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইনস্টাগ্রামের ভাইরাল এই ভিডিওতে লাইক পড়েছে ২,৭৪,৯৪৬ বার। এই সংখ্যাটা আরও বাড়ছে।

কী দেখা যাচ্ছে ভিডিওতে। ভিডিওর শুরুতে স্ক্রিনে দেখতে পাবেন বিশাল বড় কালো একটা সাপ। ফণা তুলে আক্রমণ করার মতো অবস্থায় রয়েছে সাপটি। বলা হচ্ছে এটা নাকি কিং কোবরা। রাগী কিং কোবরা দেখে অবশ্য ভ্রূক্ষেপ নেই একটা বাঁদরের। সে ক্রমাগত সাপের ল্যাজ ধরে টানছে আর তাকে বিরক্ত করছে। ভিডিওটি কয়েক সেকেন্ড ডিউরেশনের। শেষ পর্যন্ত সাপ কিংবা বাঁদরটির কী হল সেটা অবশ্য আর যান যায়নি।

Advertisements