এমনই মেক-আপ যে নিজের মাকেও চিনতে পারছে না ছেলে। শুনতে অবাক করা মনে হলেও এটাই সত্যি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোটো ছেলে কেঁদেই চলেছে। নিজের মাকে সে চিনতেই পারছিল না সে।
মেক আপ যে কোনো মুখকে সুন্দর করে তুলতে পারে। অনেক সময় মেকআপ করার পর একজন ব্যক্তির চেহারা আমুল বদলে যায়। ভাইরাল হওয়া ভিডিওটি এই পরিবর্তনের আদর্শ উদাহরণ। মায়ের চেহারা এতোটাই বদলে গেছে যে ছেলে চিনতে পারছে না।
মা-ছেলের এই ভিডিওটি ইনস্টাগ্রামে ‘ভিসাজেসালন১’ নামের পেজ থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন মহিলা মেক আপ করে নিজেকে সাজিয়ে তুলেছেন। তার পাশে বসে থাকা শিশুটি জোরে কাঁদছে এবং বলছে যে তার মা কোথায়? যখন মহিলা বলে যে ‘আমি তোমার মা’, তখন ছেলে তাকে চিনতে অস্বীকার করে এবং মহিলার কাছ থেকে দূরে সরে যায়। মহিলাটি যখন কাছে গিয়ে ছেলের পাশে বসে তাকে কোলে তুলে নেয়, তখনও সে এমনভাবে কাঁদছিল যেন কোনও অপরিচিত ব্যক্তি কোলে তুলছে।
View this post on Instagram
মা-ছেলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা এতে মজার মজার মন্তব্য করছেন। একজন এই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘এমন মেকআপ করে কী লাভ যে সন্তানও ঠিকমতো চিনতে পারছে না?’ অন্য এক নেটিজেন লিখেছেন, এই মুহূর্তে মুখে এক গ্লাস ঢেলে দিন।‘ একজন নেট ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন যে, ‘শিশু যদি চিনতে না পারে, তাহলে তা গণ্ডগোল হয়ে যাবে।‘







