এই পৃথিবীতে প্রতিনিয়ত কত কী না ঘটে চলেছে। আমরা কতটুকুই বা জানি। ইন্টারনেট আছে বলে তাও অনেক কিছু ঘটনা আমাদের মুঠো ফোনের মধ্যে চলে আসে। এই প্রতিবেদনে আমরা আমরা একটি ভিডিওর ব্যাপারে কথা বলবো, যেটা একাধারে যেমন রোমহর্ষক, তেমনই শিক্ষার। সমাজে এখনও সবল দুর্বল ভেদ করে থাকেন। অনেকে ভাবেন তারাই সবথেকে শক্তিশালী। আসে তা হয় না। সবার মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। দরকার মনের জোরের।
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে ছোট একটি জলাশয়ে একটি হাঁস একটি বড় বাঘকে বোকা বানিয়ে বহাল তবিয়তে বেঁচে পালিয়েছে। ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শিকারী মানে এই বাঘ, এখন নিজেই প্যাঁচে পড়েছে। এক্ষেত্রে বাঘটি নিজেকে শক্তিশালী ভেবে নিয়েছিল এবং হাঁসকে দুর্বল। কিন্তু এটা মাথায় রাখেনি যে এটা একটি জলাশয়। এখানে হাঁসের জারিজুরি বেশি ভালো কাজ করবে, বাঘের নয়।
ভিডিওতে দেখা গিয়েছে যে হাঁসটি বারবার বাঘটিকে এড়িয়ে যাচ্ছে এবং ডুব দিয়ে উঠছে বাঘের থেকে অনেকটা দূরে। বাঘটা যে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়েছে সেটা তার মুখাবয়ব দেখলে বোঝা যায়। সে বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কী । এই ভিডিও দেখে অনেক মানুষ নিশ্চিত বিস্মিত হয়েছেন। হাঁস এবং বাঘের মধ্যেকার এই ঘটনাটি প্রমাণ করে যে বিশ্বের প্রত্যেকেরই বিশেষ ক্ষমতা রয়েছে। মেসিমো নামের এক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।
এই ভিডিওটি সম্প্রতি পোস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৩.২ মিলিয়ন ভিউ পেয়েছে। এটি ক্রমাগত দেখা এবং পছন্দ করা হচ্ছে। ব্যবহারকারীরা এই ভিডিওতে একাধিক মনোগ্রাহী মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই জল হাঁসের বাড়ির মতো’। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি নিশ্চিত এটা ঘণ্টার পর ঘণ্টা চলতে পারে।’
Ducks do not just love water, ducks need water. They need it to keep their eyes, bills, feet and feathers in good condition.
Yet, this specific one seems too attached to this pond
[video: https://t.co/CP4bu5LNwu]— Massimo (@Rainmaker1973) June 24, 2023