সব সময় হয়তো দুইয়ে দুইয়ে চার হয় না। বিশেষত খাবারের ক্ষেত্রে। কিছু খাবার আলাদা আলাদা খেতেই ভালো লাগে। ফিউশন সবার সঙ্গে সবার না করাই ভালো। এই ভিডিওটি দেখার পর আপনিও হয়তো বলে উঠবেন, এটাই দেখার বাকি ছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচুর স্ট্রিট ফুডের ভিডিও ভাইরাল হয়। যার মধ্যে বেশ কিছু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে যেখানে রিভিউ করা হয় বিভিন্ন খাবার। মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে কিছু ফিউশন। জনপ্রিয় ম্যাগীর সঙ্গে কতো ফিউশিনই যে তৈরি হয়েছে তার হিসেবে নেই। অনেক কিছু দেখা এখনও যে বাকি রয়েছে তার প্রমাণ এই ভাইরাল ভিডিও। ম্যাগীর সঙ্গে কি মেশানো হচ্ছে জানেন? আম। হ্যাঁ ঠিকই শুনছেন, ম্যাগীর সঙ্গে আম মিশিয়ে রান্না করার ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওর শুরুটা অবশ্য খারাপ ছিল না। চিরাচরিত ম্যাগী বানাতে দেখা গিয়েছিল এক মহিলাকে। তাওয়ায় ম্যাজিক মশলা, নুডলস ইত্যাদি দিয়ে রান্না ভালোই এগোচ্ছিল। এরপরেই টুইস্ট। ফুটন্ত ম্যাগীর মধ্যে আমের জুস ঢেলে দিলেন সেই মহিলা। সেই সঙ্গে ম্যাগী পরিবেশন করার আগে গরম গরম ম্যাগীর মধ্যে দিয়ে দিলেন কাটা আম। পরিবেশন করার আগে প্লেটের এক কোণে দিয়ে দিলেন আরও একটু আমার জুস। নিন, রেডি হয়ে গেল ম্যাঙ্গো ম্যাগী!
কী শুনে কেমন লাগছে? ভাবুন যারা দেখেছেন তাদের অবস্থা কেমন। ভিডিওর কমেন্টে কেউ লিখেছেন, ‘ এটা দেখার জন্যই তো বেঁচে ছিলাম।’ কেউ আবার লিখছেন, ‘ এই রান্না দেখার পর থেকে আমার কিডনি, পাকস্থলী, ফুসফুস সব মনে হয় খারাপ হতে শুরু করেছে।’
View this post on Instagram