কী কাণ্ড! ওয়াশিং মেশিনের ভিতর বন্দি একটি শিশু, বাইরে থেকে সুইচ অন করে দিল অন্য এক শিশু!

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কতই না ভিডিও পোস্ট হচ্ছে, ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া সব ভিডিও সমান হয় না। মজার ভিডিও, হাসির ভিডিও, জীব জন্তুর ভিডিও কিংবা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কতই না ভিডিও পোস্ট হচ্ছে, ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া সব ভিডিও সমান হয় না। মজার ভিডিও, হাসির ভিডিও, জীব জন্তুর ভিডিও কিংবা সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনার ভিডিও, নাচ গান ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও জনপ্রিয়তা লাভ করে সোশ্যাল মিডিয়ায়। মানুষের কাছে যেমন বিভিন্ন বার্তা পৌঁছাচ্ছে, তেমনই মন ভালো করা কনটেন্টও পোস্ট হচ্ছে প্রতিনিয়ত। ভিডিও না থাকলে সোশ্যাল মিডিয়ায় জগৎ কেমন হতো সেটা হল মুশকিল। সম্প্রতি দুটি বাচ্চাকে নিয়ে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে যেমন মজার, তেমনই চিন্তারও। বিশেষত বাড়ির অভিভাবকদের জন্য। দুই খুদে এমন একটা কাজ করেছে যেটা দেখলে যেমন হাসিও পাবে, তেমনই চিন্তাতে পড়বেন বাড়ির বড়রা।

Advertisements

ভাইরাল হওয়া আলোচ্য ভিডিওতে দুই শিশুকে একসঙ্গে খেলা করতে দেখা গিয়েছে। মজার কেন্দ্রে একটি ওয়াশিং মেশিন। দুই শিশুর মধ্যে একটি শিশু কৌতূহলবশত ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে। সামনে দাঁড়িয়ে থাকা অন্য শিশুটি এরপর চালু করে দেয় সেই ওয়াশিং মেশিন। এর পরে যা ঘটল সেটা আরও বিস্ময় জাগিয়েছে। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রমেই ভাইরাল হচ্ছে।

Advertisements

শিশুরা শিশুই হয়। তারা ওতো কিছু বোঝে না। ছোটবেলা বিভিন্ন মজার মুহূর্তে ভরপুর। ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। দুই শিশু দৌড়ে ওয়াশিং মেশিনের কাছে যায়। দুজনের হাবভাব দেখে মনেই হচ্ছিল কিছু দুষ্টুমি করতে চলেছে তারা। যথারীতি একটি শিশু ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে এবং আটকে পড়ে ভিতরে। অন্য শিশুটি চালু করে দেয় মেশিন। ঘুরতে থাকা ওয়াশিং মেশিনের মধ্যে পাক খেতে থাকে আটকে পড়া শিশু। বোঝার উপায় নেই সে মানুষ নাকি কোনো কাপড়চোপড়। বাচ্চাদের সামলাতে হিমশিম খান বাড়ির বড়রা। এই ধরণের ভিডিও তারাও যদি দেখেন তাহলে তারা যে চিন্তায় পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। কে জানে বাচ্চাদের মাথায় কখন কী খেয়াল চাপে! আপনিও দেখে নিন সেই বিস্ময়কর ভাইরাল ভিডিওটি –

Advertisements