OMG এতো বড় সাপ! ছুটে গিয়ে ফোন করলেন বাড়ির মালিক

বিশ্বের অন্যতম বিষাক্ত ও বিপজ্জনক প্রজাতির সাপ কিং কোবরাকে সম্প্রতি উদ্ধার করেছে বন বিভাগের একটি দল। প্রায় ১৬ ফুট লম্বা এই দৈত্যাকার কিং কোবরা গবাদি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বিশ্বের অন্যতম বিষাক্ত ও বিপজ্জনক প্রজাতির সাপ কিং কোবরাকে সম্প্রতি উদ্ধার করেছে বন বিভাগের একটি দল। প্রায় ১৬ ফুট লম্বা এই দৈত্যাকার কিং কোবরা গবাদি পশুর ছাউনিতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। বিরাট সাপকে দেখে ভয়ে চিৎকার করতে শুরু করেছিল গবাদি পশুগুলো। পরে বন বিভাগের একটি দল অত্যন্ত দক্ষতার সাথে এই সাপটিকে উদ্ধার করেছে।

Advertisements

জানা গিয়েছে গোটা ঘটনাটি ঘটেছে মোহন সিংয়ের বাড়ি বিকাশখণ্ড লামগাড়ার চৌমু গ্রামে। বাড়ির নীচের তলায় একটি গবাদি পশুর শেড রয়েছে। যেখানে গরু, মহিষ, ছাগল ইত্যাদি রাখেন মোহন সিং। শান্ত দুপুরে হঠাৎই চিৎকার করতে শুরু করেছিল গবাদি পশুরা। কিছু যে সমস্যা হয়েছে সেটা তাদের ডাক শুনেই আন্দাজ করা যাচ্ছিল।

Advertisements

বাড়ির মালিক ছুটে যান গবাদি পশুর ছাউনিতে। গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। একটি দৈত্যাকার সাপ দেখে হতবাক হয়ে যান তিনি। বিপদ টের পেয়ে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বনরক্ষী রাজেন্দ্র সিং এবং আলমোড়ার বন কর্মকর্তা ভুবন লাল টামটা সরঞ্জাম নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। বন বিভাগের দল দেখতে পায় যে এই সাপটি খামারের একটি জায়গায় লুকিয়ে রয়েছে। বনকর্মীরা দারুণ সাহস দেখিয়ে সাপটিকে ধরে ফেলেন।

বিস্ময়ের আরও বাকি ছিল তখনও। সাপটির দৈর্ঘ্য দেখে ভয় পাওয়াই স্বাভাবিক। বন কর্মকর্তা ভুবন লাল টামটা জানান, কিং কোবরা পাওয়া গিয়েছে। এর দৈর্ঘ্য ১৬ ফুটের কাছাকাছি। এটি একটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাপটিকে উদ্ধার করা হয়।

Advertisements