এটাই দেখা বাকি ছিল! দু’টি বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা তারে ‘পার্ক করা’ আস্ত স্কুটার!

এ-ও সম্ভব! সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে একটি ভিডিও। যেটা দেখার পর অনেকেই আপন মনে বলতে পারেন, এটাই দেখা বাকি ছিল। ভাইরাল হওয়া…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

এ-ও সম্ভব! সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে একটি ভিডিও। যেটা দেখার পর অনেকেই আপন মনে বলতে পারেন, এটাই দেখা বাকি ছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তারের মাঝে ঝুলছে আস্ত একটা স্কুটার। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজনেরও তো মাথায় হাত। ওতো উঁচুতে স্কুটারটা উঠল কী করে? এই প্রশ্নই স্বাভাবিকভাবে সকলের মনে উঁকি দিচ্ছে।

Advertisements

@swatic12 নামের একটি প্রোফাইল থেকে টুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দুটি বিল্ডিংয়ের মাঝে তারের জটলা রয়েছে। সেই তারের মধ্যে ঝুলে রয়েছে একটা স্কুটার। দেখে অনুমান করা যাচ্ছে যে মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে রয়েছে স্কুটারটি। যিনি শেয়ার করেছেন, তিনি এই ভিডিওটির সঙ্গে মজার ক্যাপশন পোস্ট করেছেন।

Advertisements

টুইট করা সেই ব্যক্তি ভিডিওটির ক্যাপশনে যা লিখেছেন তার সারমর্ম এই যে, এক বাবা তার সন্তানকে নিরাপদ জায়গায় স্কুটার পার্ক করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বাবার কথা মতোই নাকি সন্তানের এই কীর্তি! বিল্ডিংয়ের মাঝ থাকা তারে স্কুটার পার্ক। যদিও এটা হয়তো সত্যি নয়। নিছক মজা করা বলা হয়েছে। লোকজন অবশ্য এই ভিডিও এবং এমন ক্যাপশন, দুইয়ে দুইয়ে চার করতে ভুলছেন না। সব মিলিয়ে মনোরঞ্জনের দারুণ উৎস হয়ে উঠেছে এই ভিডিওটি।

যদিও কিছু রিপোর্টে অন্য দাবি করা হয়েছে। মনে করা হচ্ছে যে এই ঘটনাটি জম্মু কাশ্মীরের। রবিবার বিকেল নাগাদ ওই এলাকায় নাকি এসেছিল শক্তিশালী ঝড়। তার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রিপোর্ট অনুযায়ী স্কুটার তারে পার্ক করা হয়নি, বরং ঝড়ের তান্ডবের জন্য আটকে গিয়েছে তারে, মাটি থেকে প্রায় ১৫ ফুট ওপরে।

Advertisements