বর্তমান সময়ে দাঁড়িয়ে এ এক ব্যতিক্রমী ভিডিও। আশেপাশে যখন বিচ্ছেদ সংক্রান্ত একের পর এক খবর পাওয়া যাচ্ছে। এমন সময় এই ভিডিও অনেকের মনে হয়তো আশার আলো জাগাবে। কারণ এই ভিডিও নেহাত ভালোবাসার, খাঁটি ভালোবাসার এক আদর্শ উদাহরণ।
বর্তমান সময়ে একের পর এক ডিভোর্সের খবর আমরা শুনতে পাই। কিন্তু সত্যিকারের ভালোবাসায় রাগারাগি, অভিমান সাময়িক হতে পারে। কিন্তু একেবারে বিচ্ছেদ? অনেকেই এটা মানতে পারছেন না।
ক্রমাগত বিচ্ছেদের খবর পেতে পেতে অনেকের মন থেকে ভালোবাসার প্রতি ভরসা উঠে গেছে কার্যত। আসলে ভালোবাসা চিরন্তন। সময় যত খারাপ হোক না কেন, কোথাও না কোথাও সত্যিকারের ভালোবাসার উদাহরণ থেকেই যায়। এই ভিডিওটা সেটারই উদাহরণ। ভিডিওতে যে যুগলকে দেখা যাচ্ছে তারা আদপে নেপালের। থাকেন ইউনাইটেড স্টেটসে।
স্বামীর জীবনে থাবা বসিয়েছে ক্যানসার। কঠিন সময়। তাই বলে স্বামীকে একা ফেলে রাখেননি স্ত্রী। বরং অর্ধাঙ্গিনী হিসেবে পাশে রয়েছেন সব সময়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল হতে শুরু করেছে। পড়েছে প্রচুর কমেন্ট। না দেখে থাকলে আপনিও এখন দেখে নিন। জানা গিয়েছে, স্বামীর নাম বিবেক পানগনি, স্ত্রীয়ের নাম সৃজনা সুদেবী। এই ভিডিও দেখে নেটিজেনদের কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ” ক্যান্সারের আগে মেয়েটি নিশ্চই খুব ছটফটে ছিল। এখন সে পরিণত। এভাবেই একজন মেয়ে নারীতে পরিণত হন। ওনার স্বামীর সুস্থতা কামনা করি।”
Srijina
View this post on Instagram







