বর্তমানে বাজারে দারুণ অনেক ক্যামেরা ফিচারের স্মার্টফোন রয়েছে। কিন্তু এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে যেটা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন। এই স্মার্টফোনটি যেমন ভালো ছবি তুলতে পারে, তেমনই আকাশে উড়তেও পারে।
আপনি যদি একটি ভালো ক্যামেরা যুক্ত ফোনের সন্ধানে থেকে থাকেন তাহলে ভিভোর এই স্মার্টফোন আপনার জন্য হতে পারে ভালো অপশন। এই মোবাইলে আপনি একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারেন। এই হ্যান্ডসেটটির নাম Vivo Drone Flying Camera। যা নিয়ে বাজারে বেশ গুঞ্জন তৈরি হয়েছে। শুনলে আরও হয়তো অবাক হবেন, এর দাম কিন্তু খুব বেশি নয়।
ভিভো ড্রোন ফ্লাইং মোবাইলে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে এবং এতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টও থাকতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। পেছনের দিকে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা প্রবল। যার মধ্যে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া থাকছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। একই সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এতে ২০০ মেগাপিক্সেলের ড্রোন ক্যামেরাও দেখতে পাবেন।

মোবাইলটিতে ৫০০০ এমএএইচ- এর শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা সম্পন্ন। অন্যান্য ফোনের মতো এতেও থাকবে ব্লুটুথ, ওয়াইফাই, হ্যান্ডফোন জ্যাকের মতো অন্যান্য ফিচার। ভারতীয় বাজারে এর দাম হতে পারে প্রায় ৩০,০০০ টাকা। তবে এর প্রকৃত দাম জানা যাবে মোবাইলটি লঞ্চ হওয়ার পরে।







