এবার 5G ফোনের বাজারে Oppo-র জন্য বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল Vivo। সম্প্রতি চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Vivo তাদের আকর্ষণীয় ফোন Vivo Y100 লঞ্চ করেছে। দুর্দান্ত এই ফোনটি বর্তমানে অ্যামাজনে উপলব্ধ রয়েছে। আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি Vivo Y100 ফোনের অবিশ্বাস্য ক্যামেরা সহ দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-
যদি ভারতীয় বাজারের প্রেক্ষাপটে বলি, তবে Oppo এবং Vivo চির প্রতিদ্বন্দ্বী কোম্পানি। ভারতীয় বাজারে কেউ কাউকে এক চুল পরিমাণ সুযোগ দিতে রাজি নয়। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Oppo কে টক্কর দিয়ে সম্প্রতি নতুন 5G স্মার্ট ফোন লঞ্চ করেছে Vivo। যদি Vivo Y100 ফোনের ক্যামেরার কথা বলি, তবে এই ফোনে আপনি 64 মেগাপিক্সেলের DSLR ক্যামেরার মত সুবিধা পাবেন।
Vivo Y100 5G স্মার্টফোনে আপনি একটি 6.38 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন। যেটি 120Hz রিফ্রেশ রেট সহ Android V13-র মাধ্যমে অপারেট হয়। দুর্দান্ত এই স্মার্টফোনে MediaTek Dimensity 900 প্রসেসর দেখতে পাবেন। যেটি আপনার ফোনকে সাবলীলভাবে চলতে সাহায্য করে। দুর্দান্ত এই ফোনটি বর্তমানে ভারতীয় বাজারে 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে উপলব্ধ রয়েছে।
যদি Vivo Y100 5G ফোনের ব্যাটারির কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 4,500mAh ব্যাটারির প্যাক দেখতে পাবেন। পাশাপাশি এই স্মার্টফোনটিতে 44W ফ্ল্যাশচার্জ দ্রুত চার্জিং সমর্থন দেখতে পাবেন। যদি দুর্দান্ত এই মোবাইলটির দামের কথা বলি, সে ক্ষেত্রে অ্যামাজন থেকে এই মোবাইলটি 24,999 টাকায় ক্রয় করতে পারবেন আপনি।