নতুন লঞ্চ হওয়া বড়দের ওয়ের সিরিজ, Voovi পছন্দ করলে দেখে নিন

Voovi, এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে উঠতে পারে একের পর এক ওয়েব সিরিজের নাম। অল্প দৈর্ঘ্যের সিরিজগুলো ভাগ করা থাকে ছোটো ছোটো পর্বে। তাতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Voovi, এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে উঠতে পারে একের পর এক ওয়েব সিরিজের নাম। অল্প দৈর্ঘ্যের সিরিজগুলো ভাগ করা থাকে ছোটো ছোটো পর্বে। তাতে অবশ্য এন্টারটেইমেনটের কোনো ঘাটতি থাকে না। কারণ স্টোরি লাইন হয় বেশ টানটান। সাসপেন্স, থ্রিলার, ক্রাইম এবং Voovi যেটার জন্য প্রসিদ্ধ সেই রোমান্স দৃশ্যের অভাব হয় না সিরিজগুলোতে। তেমনই একটি ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম রাখা হয়েছে ‘রঙ্গিন কাহানিয়া’। রয়েছে নিষিদ্ধ প্রেমের গল্প।

Advertisements

সম্প্রতি সময়ে মানুষের বিনোদন গ্রহণ করার মাধ্যম বদলেছে। বিশেষত করোনা বেলা এবং অতিমারি সময়ের পর থেকে। সিনেমা, সিরিয়ালের পাশপাশি মানুষের পছন্দের তালিকার ওপরের দিকে উঠে এসেছে ওয়েব সিরিজ। বিভিন্ন OTT প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রকাশ করে হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। যাইহোক, Voovi’র ওয়েব সিরিজ মানের দর্শকরা জানেন তার কনটেন্ট কী হতে পারে। স্টোরি লাইন অবশ্যই থাকে এবং সেটা যে অডিয়েন্স এঞ্জেজিং স্টোরি লাইন হয় সেটা বলাই বাহুল্য। থ্রিল থাকে গল্পে। তবে দর্শকরা সবাই হয়তো রহস্য, রোমাঞ্চ খুঁজতে Voovi’র ওয়েব সিরিজ দেখেন না।

Advertisements

বড়দের ছবি হলেও ওয়েব সিরিজটিতে রয়েছে একাধিক লেয়ার। ভিডিওর নাম শুনেই অনুমান করতে পারবেন যে গল্প বা বিষয় বস্তু কেমন হতে পারে। ভিডিওটা একটু পুরনো বলেও জনপ্রিয়তা এখনও রয়েছে। বললে হয়তো বিশ্বাস করবেন না, প্রচুর প্রচুর মানুষ এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি দেখছেন ইতিমধ্যে। অভিনেত্রীর তারিফ না করে উপায় নেই। গল্প অনুযায়ী, একটি বইয়ের সাহায্যে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এক মহিলা।

Advertisements