বর্ষা ঢুকেছে অনেকে আগেই। কিন্তু দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষাকাল সুলভ বৃষ্টি এখনও হয়নি বললেই চলে। বৃষ্টি হয়েছে। তবে সেটা বিক্ষিপ্তভাবে। টানা বা নাগাড়ে বৃষ্টি এবার এখনও দেখেনি দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরবঙ্গে ধারাবাহিকভাবে বর্ষণ হয়েছে। আকাশ প্রায় সব সময় ঢেকেছে রয়েছে মেঘে। এবার পরিস্থিতি কিছুটা বদল হবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বড় আপডেট। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হয়তো কিছুটা স্বস্তি। ঠিক কী জানিয়েছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা?
আসলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটা এখন রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর। আগামী দিনে সেটা ওড়িশার দিকে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণাবর্ত জনিত গতিবিধির কারণে বাংলার আবহাওয়ায় বদল আসবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের অনুমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে ভারী বৃষ্টি। পরিস্থিতি ঠিক কোন দিক গড়ায় সে দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলে, উত্তরে রয়েছে বৃষ্টি কমার সম্ভাবনা। উত্তর বঙ্গের ৫ জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে দুর্ভোগ পোহাতে হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বাসিন্দাদের।

এখানেই শেষ নয়, আগামী দিনে ফের বদলাতে পারে আবহাওয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেটিও প্রভাব ফেলতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের ওপর। সব মিলিয়ে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। রবিবারের পর থেকে বদল আরও বেশি করে হবে বলে অনুমান।







