নতুন বছরে নতুন ফিচার আনছে whatsapp, ব্যবহারকারীদের সত্যিই সুবিধা হবে

বর্তমানে একটি প্রয়োজনীয় অ্যাপের মধ্যে আমরা whatsapp কে ধরতেই পারি। তাইতো মাঝে মধ্যেই নয়া আপডেট ও ফিচার লঞ্চ এর কাজ করে এই অসাধারণ প্লাটফর্মটি। তবে…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

বর্তমানে একটি প্রয়োজনীয় অ্যাপের মধ্যে আমরা whatsapp কে ধরতেই পারি। তাইতো মাঝে মধ্যেই নয়া আপডেট ও ফিচার লঞ্চ এর কাজ করে এই অসাধারণ প্লাটফর্মটি। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ কোন নম্বর শেয়ার না করেই কিন্তু সংযোগ স্থাপনের একটা ব্যবস্থা করে দিচ্ছে নয়া ডার্ক মোড নিয়ে আসতে বলে খবর এসেছে। সবচেয়ে বড় কথা হল এই প্ল্যাটফর্মটি তাদের ব্যবহারকারীদের ভিডিও কল চলাকালীন মিউজিক প্লে করার অসাধারণ একটা সুবিধা করে দিয়েছে।

Advertisements

whatsapp যদি এমন নতুন ফিচার আনে, তাহলে বোঝা যাচ্ছে যে প্লাটফর্মটির ইউজারের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং ইউজার এক্সপেরিয়েন্স আরো উন্নত হবে। ব্যবহারকারীরা যখন ভিডিও কল করবেন, সেই সময় ডিভাইসে চলা গান বা অডিও ট্র্যাক শেয়ারও করতে পারবেন। সাধারণত যারা ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট এ কথোপকথন করেন তারা যাতে অধিক সাবলীল হতে পারেন, তাই এই ফিচারটি আনা হচ্ছে।

Advertisements

ফিচারটি বর্তমানে বিটা পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে। তবে একবার রোলআউট হলে যারা whatsapp ব্যবহার করছেন, তারা তার সঙ্গে ভিডিও কল করছেন তার সঙ্গে তাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র পার্সোনাল চ্যাটিং এর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, গ্রুপ ভিডিও কলিং এর ক্ষেত্রে অসাধারণ এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে এমনটাই আশা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সর্বপ্রথম এই ফিচার রিলিজ করা হতে পারে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ব্যবহারকারীরা খুব শীঘ্রই কন্টাক্ট শেয়ার না করেই একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের বিকল্প পাবেন। যার ফলে ওয়েব ক্লায়েন্ট মিটিংয়ের ক্ষেত্রে সুবিধাজনক প্রমাণিত হবে।

Advertisements