দুম করে ইলেকট্রিক গাড়ি কিনবেন না, আগে দেখুন গাড়িতে এগুলো আছে কি না

গাড়ি বাজারে মোটামুটি বিপ্লব শুরু হয়ে গিয়েছে। পেট্রোল, ডিজেলের গাড়ির বদলে রাস্তায় বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। কিন্তু নেবেন কোন গাড়িটা? কোন ইলেকট্রিক গাড়ি ভালো আর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

গাড়ি বাজারে মোটামুটি বিপ্লব শুরু হয়ে গিয়েছে। পেট্রোল, ডিজেলের গাড়ির বদলে রাস্তায় বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। কিন্তু নেবেন কোন গাড়িটা? কোন ইলেকট্রিক গাড়ি ভালো আর কোনো নয় সেটা বুঝবেন কীভাবে? আসুন সেই উত্তর খোঁজার চেষ্টা করা যাক।

Advertisements

২০১৪ সাল নাগাদ টেসলা নামে একটি সংস্থা অটোমোটিভ শিল্পকে কার্যত নাড়িয়ে দিয়েছিল। টেসলার নামের সঙ্গে অনেকের মনে দেখা দিয়েছিল কৌতূহল। গাড়িতে কী এমন আছে যা অন্য গাড়িতে নেই? যারা গাড়ি নিয়ে চর্চা করেন তাদের জন্য টেসলা উদাহরণ হিসেবে ভালো হতে পারে, ইলেকট্রিক গাড়ি সম্পর্কে বোঝার জন্য।

Advertisements

মৌলিকভাবে গাড়িগুলি পার্ক করার সময় চার্জ করা যায়, তাদের রিজেন ফাংশন দক্ষতা বাড়ায়। আবির্ভাবের কয়েক বছরের মধ্যে টেসলার জনপ্রিয়তা হয় আকাশ ছোঁয়া। টেসলার শেয়ারে বিনিয়োগ করে অনেকে লাভ পেয়েছে। একটা উদাহরণ দেওয়া যাক – এক প্রতিবেদনে দাবি করা হয় , ‘শেষ পর্যন্ত মূল বিনিয়োগে প্রায় ৬ গুণ উপার্জন করা সম্ভব হয়েছিল। যদিও এটি টেসলা কেনার জন্য যথেষ্ট নয়।’

২০২২ সালের শুরুতে একটি নতুন গাড়ির সন্ধান শুরু হয়েছিল, ইভি গাড়ির সন্ধান বেড়েছিল অনেকটা। কিন্তু নেবেন কোন ইভি?

• গাড়ির পাওয়ার হতে পারে গুরুত্বপূর্ণ। কোন গাড়ির ইঞ্জিন কতো পাওয়ার জেনারেট করছে সেটা দেখে নেওয়া জরুরি।

• গাড়ির টেকসই। একবার গাড়ি কিনলে সেটা কতদিন টিকবে সেটা যাচাই করে নেওয়া দরকার।

• সময়ের সঙ্গে তাল মেলানোর জন্য গাড়িতে থাকতে হবে উন্নত ফিচার। দামের সঙ্গে ফিচারের সামঞ্জস্য থাকা জরুরি।

• গ্রাহকদের বয়স কম হলে স্ক্রিন সাইজ একবার পরখ করে নেওয়া যেতে পারে।

Advertisements